জনপ্রিয় কমেডি শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’–এর সেটে অভিনেতা কিকু শারদা এবং কৃষ্ণ অভিষেকের মধ্যে তর্কাতর্কির একটি ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সাধারণত এই দুই কমেডিয়ানের অনস্ক্রিন রসায়ন দর্শকের মনোরঞ্জন করে, কিন্তু ভিডিওতে একেবারেই ভিন্ন ছবি ধরা পড়েছে। ওই পর্বে সানি ও ববি দেওল সেজেছিলেন দুই তারকা।

 


ভাইরাল ভিডিওতে দেখা যায়, কিকু হঠাৎ কৃষ্ণকে উদ্দেশ্য করে বলেন, “টাইমপাস করছি কি?” এই প্রশ্নে কৃষ্ণ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “তাহলে ঠিক আছে, আপনি করলোন, আমি এখান থেকে চলে যাচ্ছি।” উত্তেজিত আবহে কিকু জবাব দেন, “আমাকে ডাকা হয়েছে, তাই আগে আমার অংশটা শেষ করে নিই।”

 

পরিস্থিতি সামাল দিতে তখন কৃষ্ণ বলেন, “আমি আপনাকে ভালবাসি এবং সম্মান করি, আমি চাই না আমার রাগের পারদ চড়ে যায়।” কিন্তু কিকু পাল্টা উত্তর দেন, “রাগ করার তো কোনও প্রশ্নই আসে না, আপনি বিষয়টিকে ভুল পথে নিয়ে যাচ্ছেন।” মুহূর্তের মধ্যেই কৃষ্ণ্যবিরক্ত হয়ে সেট ছেড়ে চলে যান। এই সময় শো-এর মূল সঞ্চালক কপিল শর্মা উপস্থিত ছিলেন না।

 

আরও পড়ুন: ‘তোর ছেলেকে এখনই সামলা…’ আরিয়ান সম্পর্কে শাহরুখকে কী নালিশ করেছিলেন ববি? শুনলে চমকে যাবেন


ভিডিওটি প্রকাশ্যে আসার পর নেটিজেনদের প্রতিক্রিয়া মিশ্র এসেছে। কেউ কেউ বিস্ময় প্রকাশ করেছেন, আবার অনেকে মনে করছেন এটি হয়তো প্রচারের অংশ বা শুধুই নাটকীয়তা। এক দর্শক লিখেছেন, “যদি এটি সাজানো হয়, তাহলে ঠিক আছে, কিন্তু যদি সত্যি হয়, তবে দুঃখজনক।”

 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Girlzfactsofficial -Facts | Pranjal Hemnani (@girlzfactsofficial)