বলিউডে সবসময়ই আলিয়া ভাট ও পূজা ভাটকে একসঙ্গে বড়পর্দায় দেখার আশা রয়েছে ভক্তদের। কিন্তু সম্প্রতি পরিচালক ও প্রযোজক মহেশ ভাট একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন, আপাতত এমন কোনও পরিকল্পনা নেই। তিনি স্বীকার করেছেন, যদিও দর্শকরা তাঁর দুই মেয়ে অর্থাৎ এই দুই প্রতিভাবান অভিনেত্রীকে একসঙ্গে দেখতে চান। তবুও এখনও এমন কোনও গল্প বা স্ক্রিপ্ট খুঁজে পাওয়া যায়নি যা দু'জনের চরিত্রকে সমান মর্যাদা দিতে পারবে।

 

 

 

 

এক সাক্ষাৎকারে মহেশ ভাট বলেন, “আলিয়া আর পূজা দু'জনেই চরিত্র বাছাইয়ে অত্যন্ত সচেতন। ওরা চায় চরিত্র যেন ওদের জীবনের অংশ হয়ে ওঠে। তাই কোনও সাধারণ স্ক্রিপ্টে ওদের রাজি করানো সম্ভব নয়। এমন কিছু লিখতে হবে যা সত্যিই অনন্য এবং দর্শকদের কাছে গ্রহণযোগ্য।”

 

 

 

 

ওই সাক্ষাৎকারে মহেশ ভাট শেয়ার করেন এক পুরনো ঘটনা। তিনি জানান, ‘আশিকি’ ছবির নায়িকার ভূমিকায় প্রথমে চেয়েছিলেন পূজা ভাটকে। কিন্তু ব্যক্তিগত কারণে পূজা সে সুযোগ তখন গ্রহণ পারেননি। সেই সময় তার প্রেমিক চাননি তিনি অভিনয় করেন। ব্যক্তিগত টানাপোড়েন আর আত্মবিশ্বাসের অভাবের কারণে পূজা সেই চরিত্র থেকে সরে দাঁড়ান। পরে ছবিটি বিপুল সাফল্য পায় এবং পূজা আফসোস করেন।তবে এরপরেই তিনি অভিনয় করেন 'দিল হ্যায় কী মানতা নেহি'-তে, যা তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয়।

 

 

আরও পড়ুন: বিমানের ভিতর ফের গন্ডগোলে জড়াবেন করিনা কাপুর খান! মাঝ আকাশে কোন বিপদে পড়বেন অভিনেত্রী? 

 

 

আলিয়া ভাট এখন বলিউডের অন্যতম সফল অভিনেত্রী। অন্যদিকে পূজা ভাটও আবার কাজ শুরু করেছেন ও ওটিটি প্ল্যাটফর্মে জনপ্রিয়তা পেয়েছেন। দু'জনের অভিজ্ঞতা আর প্রতিভা নিয়ে একসঙ্গে কাজ হলে তা নিঃসন্দেহে দর্শকদের কাছে আকর্ষণীয় হবে। কিন্তু মহেশ ভাট স্পষ্ট জানিয়ে দিলেন, এখনও এমন কোনও প্রজেক্ট হাতে নেই। তিনি বলেন, “আমি নিজেও চাই আমার দুই মেয়েকে একসঙ্গে পর্দায় দেখতে, কিন্তু গল্পটাই আসল। যখন এমন কিছু তৈরি হবে যা সত্যিই তাদের মানানসই হবে, তখনই তারা একসঙ্গে আসতে পারে।”

 

 

 

 

মহেশ ভাটের কথায় পরিষ্কার—আলিয়া ও পূজা ভাটকে একসঙ্গে পর্দায় দেখার স্বপ্ন এখনো দূরের। তবে তিনি আশা রাখেন, সময়ের সঙ্গে সঙ্গে এমন একটি শক্তিশালী গল্প তৈরি হবে যা তাঁদের জুটি হিসেবে দর্শকদের সামনে তুলে ধরবে। যতক্ষণ না সেই উপযুক্ত স্ক্রিপ্ট আসে, অনুরাগীদের অপেক্ষাই করতে হবে।