বিপদের ছায়া যেন সরছেই না কপিল শর্মার উপর থেকে। জনপ্রিয় কৌতুকশিল্পী ও অভিনেতা কপিল শর্মা সম্প্রতি এক ভয়াবহ ঘটনার মুখোমুখি হন। তাঁকে টানা কয়েক দফা ফোন করে এক কোটি টাকা দেওয়ার দাবি করা হয়। শুধু তাই নয়, মোবাইলে হুমকি ভিডিও-ও পাঠানো হয়েছিল। ঘটনায় আতঙ্কিত কপিল দ্রুতই বিষয়টি মুম্বই পুলিশের কাছে অভিযোগ হিসেবে জানান। তদন্তে নেমে পুলিশ অবশেষে পশ্চিমবঙ্গ থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। শনিবার কলকাতা থেকে গ্রেফতার করা হল অভিযুক্ত যুবককে।
পুলিশ সূত্রে খবর, গ্রেফতার হওয়া ব্যক্তির নাম দিলীপ চৌধুরী। তিনি ফোন ও ভিডিওর মাধ্যমে কপিল শর্মাকে ভয় দেখানোর চেষ্টা করেন। দাবি করা হয়, এই হুমকি আসছে দুই কুখ্যাত গ্যাংস্টার—রোহিত গোদারা এবং গোল্ডি ব্রর—এর পক্ষ থেকে। তবে প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, দিলীপ চৌধুরী হয়তো ওই গ্যাংস্টারদের নাম ব্যবহার করে ভয় দেখাতে চেয়েছিলেন, যাতে টাকার দাবিকে আরও ভীতিকর মনে হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ২২ ও ২৩ সেপ্টেম্বর—এই দু'দিনে কপিল শর্মা অন্তত সাতবার ফোন কল পান। প্রত্যেকবারই অপর প্রান্ত থেকে ভয়ভীতি ও চাপ সৃষ্টি করে টাকা দাবি করা হয়। পরে কপিলের কাছে একটি ভিডিও-ও আসে, যেখানে তাঁকে এক কোটি টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
আরও পড়ুন: বিটকয়েন কেলেঙ্কারিতে হাত রয়েছে রাজ কুন্দ্রার! ইডির চার্জশিট থেকে উঠে এল কোন গোপন তথ্য?
অভিযোগ পাওয়ার পর মুম্বই পুলিশ বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নেয়। কারণ সম্প্রতি বিনোদন জগতের তারকাদের টার্গেট করে এ ধরনের হুমকি ও আর্থিক তছরুপের ঘটনা বেড়েছে। দ্রুতই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ টেকনিক্যাল টিম কল ট্রেস করতে শুরু করে এবং অভিযুক্তের অবস্থান পশ্চিমবঙ্গে চিহ্নিত হয়। এরপর বিশেষ টিম অভিযান চালিয়ে দিলীপ চৌধুরীকে গ্রেফতার করে মুম্বইয়ে নিয়ে আসে।
অভিযুক্তকে আদালতে পেশ করা হলে আদালত তাকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয়। তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, দিলীপ আসলেই কোনো বড় গ্যাংস্টারের সঙ্গে যুক্ত কি না, নাকি একাই গ্যাংস্টারের নাম ভাঙিয়ে জালিয়াতি করার চেষ্টা করছিল।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর কপিল শর্মার অনুরাগী উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। কপিল নিজে যদিও এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি, তবে ঘনিষ্ঠ মহল জানিয়েছে, তিনি কিছুটা চিন্তিত এবং পুলিশকে সম্পূর্ণ সহযোগিতা করছেন।
পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা মুম্বই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বর্তমানে বলিউড ও টেলিভিশনের তারকারা আর্থিক জালিয়াতির সহজ টার্গেট হয়ে উঠেছেন। তাঁদের জনপ্রিয়তা ও সম্পদের কারণে অনেক সময় দুষ্কৃতীরা মনে করে ভয় দেখালেই টাকা আদায় সম্ভব। কিন্তু পুলিশ এমন ঘটনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অপরাধীদের ছাড় দেওয়া হবে না।
