সংবাদসংস্থা মুম্বই: তিনি ভারতের প্রথম সুপারহিরো। নয়ের দশকে ছোটপর্দা থেকে শিশু-কিশোরদের হৃদয় দাপিয়ে বেড়াতেন তিনি। তিনি, শক্তিমান। সহজ কথায়, নয়ের দশকে ছোটপর্দায় ঝড় তুলেছিল মুকেশ খান্নার ‘শক্তিমান’ ধারাবাহিকটি। এই সুপারহিরোধর্মী ধারাবাহিক 'শক্তিমান'-এর প্রযোজনার পাশাপাশি নামভূমিকায় অভিনয় করতেন মুকেশ নিজেই। নেটদুনিয়ায় 'শক্তিমান' ছবি নিয়ে দারুণ শোরগোল শুরু হয়েছে। বড়পর্দায় শক্তিমান কে সাজবেন তা নিয়ে বিস্ফোরক সব মন্তব্য করছেন মুকেশ খান্না। এবার এই আবহে এবার এক ভরা সংবাদ বৈঠকে ছবিশিকারি এবং সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণ করে বসলেন মুকেশ। চিৎকার করে তাঁদের সম্মেলন থেকে বেরিয়ে যেতে বললেন 'শক্তিমান'!
ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, শক্তিমানের পোশাক পরে সাংবাদিক সম্মেলনে হাজির হয়েছেন মুকেশ খান্না। সেখানেই তিনি সাংবাদিক সম্মেলনে কথা বলাকালীন হঠাৎ সাংবাদিকদের উপর মারমুখী হয়ে উঠলেন। কেন? না কেউ বা কারা ফিসফিসিয়ে কথা বলছিলেন সেই সময়ে এবং তা শুনে ও দেখে যারপরনাই বিরক্ত হয়েছেন তিনি। তাই তো রীতিমতো ধমকে উঠে তিনি বলে উঠলেন, “আপনারা সবাই চুপ করে থাকুন! আপনার অনেক অভিজ্ঞ তবু আমার কথা শুনছেন না! যদি নিজেদের মধ্যে গপ্প করার থাকে তাহলে এখান থেকে বেরিয়ে গিয়ে বাইরে কথা বলুন!”
