ফের বিস্ফোরক মুকেশ খান্না। ফের তাঁর অগ্নিবাণ ধেয়ে এল রণবীর সিংয়ের দিকে। বলিউডের বর্ষীয়ান অভিনেতা মুকেশ খন্না আবারও শিরোনামে—এবং যথারীতি, একেবারে তাঁর চিরপরিচিত অকপট মেজাজে। চার দশকের বেশি সময়ের কেরিয়ারে বহু দাপুটে তারকার সঙ্গে কাজ করেছেন তিনি। প্রায়শই সমাজমাধ্যমে বিভিন্ন মন্তব্য করে আলোচনা ও বিতর্কের রাস্তা দেখান তিনি। দাবিও করেন পিলে চমকে দেওয়ার মতো। এবার যেমন তিনি মুখ খুললেন অভিনেতা রণবীর এবং ‘শক্তিমান’ ছবির ব্যাপারে।
১৯৯৭ থেকে ২০০৫— দেশের গোটা এক প্রজন্মের শৈশবের সোনালি পাতায় লেখা আছে এক নাম, ‘শক্তিমান’। মুকেশ খান্নার সেই টেলিভিশন সুপারহিরো শুধু বিনোদনই দেননি, দিয়েছেন শিক্ষাও। দুষ্টের দমন, শয়তানের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্যের জয়— এই সবই ছিল নয়ের দশকের বাচ্চাদের কাছে স্বপ্নের রূপকথা। তাই যখন ঘোষণা হল যে, ছোটপর্দার সেই কিংবদন্তি এবার আসছে বড়পর্দায়, অনুরাগীদের উচ্ছ্বাস আকাশছোঁয়া। শোনা গেল, রণবীর সিং-ই হতে পারেন নতুন শক্তিমান। কিন্তু এখানেই বাঁধল গেরো। ‘শক্তিমান’ মুকেশ খন্না সাফ জানিয়ে দিলেন— রণবীর হ্যাঁ, প্রতিভাবান, প্রাণ প্রাচুর্যেও ভরপুর তবে ‘শক্তিমান’ হওয়ার জন্য মোটেই উপযুক্ত নন।
সম্প্রতি, দেওয়া এক সাক্ষাৎকারে মুকেশ খোলাখুলি বলেন, “তুমি রণবীরকে পছন্দ করো, আমিও করি। ওর সঙ্গে তিন ঘণ্টা বসে কথা হয়েছে শক্তিমান নিয়ে। ও খুব এনার্জেটিক অভিনেতা। কিন্তু আমি ওকে সোজাসুজি বলেছি— তুমি ‘তমরাজ কিলবিশ’ চরিত্রে অভিনয় করতে পারো। কারণ তোমার মুখে এক ধরনের ‘শয়তানি’ আছে। কিন্তু শক্তিমান হতে গেলে চাই পরিণত ব্যক্তিত্ব। রণবীর দর্শককে নাচায়, মাতায়— কিন্তু ‘শক্তিমান’ হতে গেলে শুধু সেটুকুই যথেষ্ট নয়।”
শুধু তাই নয়, মুকেশ আরও যোগ করেন— অনেক ভক্ত তাঁকে সতর্ক করেছেন যাতে রণবীরকে ‘শক্তিমান’ না করা হয়। মুকেশের ভাষায়,
“ শক্তিমান চরিত্রের জন্য আমার শুধু একজন পোক্ত অভিনেতা নয়, একটা মুখ চাই। যদি বাস্তবে কারও চরিত্র প্রশ্নবিদ্ধ হয়, সেটা শক্তিমান চরিত্রে প্রভাব ফেলবে। বহু লোক তো সরাসরি আমাকে বলেছে— ‘ ও সাহেব, এই নেশাখোরটাকে শক্তিমান বানাবেন না, আমাদের শৈশবের স্মৃতি শেষ হয়ে যাবে।’”
এইমুহূর্তে রণবীর আপাতত অন্য ময়দানে। যদিও শোনা যাচ্ছে শক্তিমান ছবিতে রণবীরের নাম জড়িয়েছে, কোনও আনুষ্ঠানিক সিলমোহর দেওয়া বিবৃতি এখনও নেই। তবে অভিনেতা এখন ব্যস্ত একদম ভিন্ন প্রকল্পে। আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’-এ দেখা যাবে তাঁকে, সঙ্গী সারা অর্জুন। গত ৪০তম জন্মদিনে মুক্তি পেয়েছে ছবির ফার্স্ট লুক টিজার। নেটিজেনরা ঝড় তুলেছেন উত্তেজনায়। এই অ্যাকশন থ্রিলার মুক্তি পাবে আগামী ৫ ডিসেম্বর, ২০২৫-এ।
একদিকে নস্টালজিয়া-ঘেরা ‘শক্তিমান’ নিয়ে চড়া বিতর্ক, অন্যদিকে ‘ধুরন্ধর’-এর মতো ঝকঝকে প্রজেক্ট— রণবীর সিং নিঃসন্দেহে আলোচনার কেন্দ্রবিন্দু। এখন দেখার, আসলেই তিনি কি কখনও ‘শক্তিমান’ হয়ে উঠবেন, না কি এই সুপারহিরোর পোশাক শুধুই মুকেশ খান্নার নামেই অমর হয়ে থাকবে?
