নিজস্ব সংবাদদাতা: সবাইকে ছাপিয়ে আবারও জয় হল স্টার জলসার 'গীতা এলএলবি'র। ৭.৩ নম্বরে চলতি সপ্তাহে বাংলা সেরার খেতাব জিতল এই ধারাবাহিক। দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার 'ফুলকি'। ৭.১ নম্বর পেয়েছে ফুলকি-রোহিতের কেমিস্ট্রি। ৬.৯ নম্বরে তৃতীয় স্থানে 'নিম ফুলের মধু'। বেশ কয়েক সপ্তাহ ধরে নিজের জায়গা হারিয়েছে সৃজন-পর্ণা। গল্পের নতুন টুইস্টও আর দর্শকের মন জয় করতে পারছে না। 


এদিকে মান পড়ে গেল স্টার জলসার 'কথা'রও। এই সপ্তাহে 'উড়ান'-এর সঙ্গে যৌথভাবে চতুর্থ স্থানে রয়েছে এই ধারাবাহিক। দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৮। পঞ্চমে জায়গা করে নিয়েছে 'কোন গোপনে মন ভেসেছে'। প্রাপ্ত নম্বর ৬.৪। অনিকেত-শ্যামলীর গল্পে আসছে নতুন মোড়। দর্শকের মনোরঞ্জের জন্য আসছে নতুন চরিত্রও। 


ষষ্ঠ স্থানে যৌথভাবে রয়েছে জি বাংলা ও স্টার জলসার দুই ধারাবাহিক। 'জগদ্ধাত্রী' ও 'রোশনাই'-এর প্রাপ্ত নম্বর ৬.৩। ৬.১ নম্বরে সপ্তমে রয়েছে 'শুভ বিবাহ'। এই মুহূর্তে জমে উঠেছে তেজ আর সুধার সম্পর্কের রসায়ন। সেই সঙ্গে সুধার একের পর এক বিপদ থেকে নিজেকে মুক্ত করার কৌশল বেশ পছন্দ করছেন দর্শক। ৫.৯ নম্বরে অষ্টমে রয়েছে 'বঁধুয়া'। টলিপাড়ার অন্দরের খবর শেষ হতে চলেছে এই ধারাবাহিক। কিন্তু শেষের মুখেও টিআরপি তালিকায় নিজের জায়গা করে নিল। নবমে রয়েছে 'মিঠিঝোরা'। প্রাপ্ত নম্বর ৫.৪। দশমে ৫.২ নম্বরে রয়েছে জি বাংলার 'ডায়মন্ড দিদি জিন্দাবাদ'।

এদিকে, স্টার জলসা ও জি বাংলায় আসতে চলেছে বেশকিছু নতুন ধারাবাহিক। নতুন গল্পের ভিড়ে পুরনোরা কি নিজের জায়গা ধরে রাখতে পারবে টিআরপি তালিকায় এখন সেটাই দেখার।