নিজস্ব সংবাদদাতা: বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে ওটিটি প্ল্যাটফর্মগুলো। ওটিটির ছবি, সিরিজেই এখন টান দর্শকের। উইকেন্ড হোক বা অবসরে, ওটিটি যেন প্রিয় বন্ধু হয়ে উঠেছে। বাংলার ওটিটি প্ল্যাটফর্মগুলোর রমরমা কম নয়, এবার তাদের টেক্কা দিতে আসছে আরও এক নতুন প্ল্যাটফর্ম। নাম 'দর্শু ওটিটি'। 

 


চলতি বছরেই আসছে এই প্ল্যাটফর্ম। সঙ্গে আনছে একগুচ্ছ অরিজিনালস। এই ওটিটির প্রথম ওয়েব ফিল্মের ঝলক এবার প্রকাশ্যে। ছবির নাম টেরোরিস্ট। গল্পে গ্রামের এক অভাবী, মেধাবী ছাত্র জড়িয়ে পড়ে দুর্নীতিতে। সমাজবিরোধীদের দলে বাধ্য হয় সে নাম লেখাতে। 

 

 

এক সময় শহরের একটি বাড়িতে বোমা বিস্ফোরণের দায়িত্ব দেওয়া হয় তার উপর। প্রথমে রাজি না হলেও অভাব বাধা মানে না। শহরের ওই বাড়িতে এসে পড়ে সে। ঘটনাক্রমে আলাপ হয় বাড়ির দুই সদস্যর সঙ্গে। এক খুদে ও তার মা। বাচ্চা মেয়েটির সঙ্গে সময়ের সঙ্গে সঙ্গে ভাব বাড়তে থাকে তার। নিজের আসল উদ্দেশ্য ভুলে কি এবার অন্য খাতে বইবে তার জীবন? উত্তর মিলবে ছবির গল্পে। 

 


ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে মৈনাক বন্দ্যোপাধ্যায়কে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায় ও রিমঝিম গুপ্ত। পরিচালনায় সুমিত দাস, গল্প ও চিত্রনাট্যের দায়িত্বে ছিলেন সুকৃতি সাহা।