নিজস্ব সংবাদদাতা: টিআরপির লড়াইয়ে আবারও বাজিমাত স্টার জলসার। চলতি সপ্তাহে 'বাংলা সেরা'র মুকুট উঠল 'গীতা এলএলবি'র মাথায়। ৭.৫ নম্বর পেয়ে প্রথম স্থান দখল করল এই ধারাবাহিক। দ্বিতীয় স্থানে রয়েছে 'কথা'। ৭.৩ নম্বর পেয়েছে 'কথা' ও 'এভি'র রসায়ন। বিপদের হাত থেকে 'কথা'কে বাঁচিয়ে গল্পে আবারও কাছাকাছি এসেছে এই জুটি। ৭.১ নম্বরে তৃতীয় স্থানে রয়েছে 'ফুলকি'। বর্তমানে শুধু অনস্ক্রিন নয়, অফস্ক্রিনেও দারুণ কেমেস্ট্রি জমে উঠেছে 'রোহিত'-'ফুলকি'র। 

চতুর্থ স্থানে রয়েছে স্টার জলসার 'উড়ান'। গল্পে ধীরে ধীরে 'পূজারিণী'কে মন দিয়ে ফেলছে 'মহারাজ'। এই জুটির মিষ্টি সম্পর্কের বন্ধন বেশ মনে ধরেছে দর্শকের। চলতি সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৯। নিজের জায়গা এইবারও ধরে রাখতে পারল না জি বাংলার 'নিম ফুলের মধু'। টিআরপিতে ৬.৪ নম্বর পেয়ে একেবারে পঞ্চমে এসে ঠেকেছে 'পর্ণা'-'সৃজন'-এর গল্প। 

ষষ্ঠ স্থানে রয়েছে 'জগদ্ধাত্রী'। ৬.৩ নম্বর রয়েছে এই ধারাবাহিকের ঝুলিতে। সপ্তমে স্টার জলসা ও জি বাংলার দুই ধারাবাহিক 'রোশনাই' আর 'কোন গোপনে মন ভেসেছে'। যৌথভাবে তাদের প্রাপ্ত নম্বর ৬.১। অষ্টমে ৬.০ নম্বরে রয়েছে 'শুভ বিবাহ'। 'সুধা' আর 'তেজ'-এর কেমেস্ট্রি ইতিমধ্যেই মন ছুঁয়ে গিয়েছে দর্শকের। নবমে রয়েছে 'বঁধুয়া'। প্রাপ্ত নম্বর ৫.৮। দশমে এবার স্টার জলসা, জি বাংলা মিলিয়ে তিনটি ধারাবাহিক। ৫.৩ নম্বরে যৌথভাবে এই স্থানে রয়েছে 'ডায়মন্ড দিদি জিন্দাবাদ', 'অনুরাগের ছোঁয়া' ও হরগৌরী পাইস হোটেল'।

চলতি সপ্তাহেও দারুণ ফল করেছে স্টার জলসার ধারাবাহিক। নতুন শুরু হওয়া কোনও ধারাবাহিকই এই সপ্তাহেও জায়গা করতে পারল না টিআরপি তালিকায়। অন্যদিকে দুই চ্যানেলেই আসছে নতুন ধারাবাহিক। এইবার কী পুরনোদের হারিয়ে জায়গা করে নেবে নতুনরা? দর্শকের মন কাড়তে পারবে নতুন জুটিরা, এখন সেটাই দেখার।