নিজস্ব সংবাদদাতা: টিআরপির লড়াইয়ে আরও একবার জয় হল স্টার জলসার ধারাবাহিকের। চলতি সপ্তাহেও 'বাংলা সেরা'র তকমা পেল 'কথা'। ৭.৩ নম্বরে সবাইকে পিছনে ফেলে এগিয়ে গেল এভি আর কথার জুটি। দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলা ও স্টার জলসার তিনটি ধারাবাহিক। 'ফুলকি','গীতা এলএলবি' ও 'উড়ান'-এর একসঙ্গে প্রাপ্ত নম্বর ৭.১। তৃতীয় স্থানেও দুই চ্যানেলের দুই ধারাবাহিক। 'নিম ফুলের মধু' ও 'রোশনাই'-এর প্রাপ্ত নম্বর ৬.৪। গল্পে এত টুইস্টের পরেও নিজেদের জায়গা ফিরে পাচ্ছে না সৃজন-পর্ণা। চলতি সপ্তাহেও তাই রদবদল ধরা পড়ল না। 


চতুর্থ স্থানেও যৌথভাবে রয়েছে তিন ধারাবাহিক। ৬.১ নম্বরে এই জায়গা দখল করেছে 'কোন গোপনে মন ভেসেছে','শুভ বিবাহ', ও 'জগদ্ধাত্রী'।
পঞ্চমে রয়েছে জলসার 'বঁধুয়া'। ৫.৬ নম্বরে নিজেদের স্লট ধরে রাখল এই ধারাবাহিক। 

ষষ্ঠ স্থানে ৫.৫ নম্বর পেয়ে রয়েছে জি বাংলার 'মিঠিঝোরা'। অবশেষে মান বাড়িয়ে দর্শকের পছন্দের তালিকায় উঠে এসেছে এই ধারাবাহিক। এবার তার ছবি ধরা পড়ল টিআরপি তালিকায়। সপ্তমে ৫.৪ নম্বরে রয়েছে 'ডায়মন্ড দিদি জিন্দাবাদ'। একটু একটু করে দর্শকের পছন্দের তালিকায় উঠে আসছে ডায়মন্ড ও হৃদানের কেমেস্ট্রি। অষ্টমে যৌথভাবে রয়েছে 'অনুরাগের ছোঁয়া', ও 'হরগৌরী পাইস হোটেল'। তাদের প্রাপ্ত নম্বর ৫.০। নবমে ৪.৫ নম্বর পেয়ে রয়েছে 'কে প্রথম কাছে এসেছি'। দশমেও রয়েছে দুই চ্যানেলের তিন ধারাবাহিক। ৩.৬ নম্বরে এই স্থানে রয়েছে 'তেঁতুলপাতা','পুবের ময়না' ও 'মালাবদল'।


চলতি সপ্তাহে টিআরপি তালিকায় তেমন চমক না থাকলেও নতুন ধারাবাহিক বেশ ভালই ফল করে উঠে এসেছে তালিকায়। আগামীতে স্টার জলসা ও জি বাংলা দুই চ্যানেলেই আসছে একাধিক নতুন ধারাবাহিক। নতুনদের আসায় পুরনোরা কি টিকে থাকতে পারবে নিজের জায়গায়? সেটাই এখন দেখার।