তারকারা নিজেরা ভাইফোঁটা নেওয়ার পাশাপাশি এবার সন্তানদের ভাইফোঁটা নিয়েও বেশ ব্যস্ততা। ইতিমধ্যেই সকলে দেখেছেন কোয়েল মল্লিকের মেয়ে কাব্য প্রথমবার ভাইফোঁটা দিল দাদা কবীরকে। সেই ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছিলেন নায়িকা নিজেই। অন্য দিকে, প্রথমবার দাদা ইউভানকে ভাইফোঁটা দিল ছোট্ট ইয়ালিনী। মা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কোলে বসে মন্ত্র পড়ে দাদাকে নমস্কার করে নিজের প্রথম ভাইফোঁটা উদযাপন করল একরত্তি। খুদেদের এই ভাইফোঁটা উদযাপনের তালিকায় রয়েছে যশ দাশগুপ্ত এবং নুসরত জাহানের পুত্র ঈশানও। ছেলেকে ভাইফোঁটা কে দিল জানালেন নুসরত।
প্রত্যেক বছরের মতোই অরূপ বিশ্বাস আয়োজিত নবনীড়ে বিশেষ ভাইফোঁটা অনুষ্ঠানে হাজির হয়েছিলেন নুসরত। বাকি অভিনেত্রীদের সঙ্গে তিনিও ফোঁটা দিলেন দাদা অরূপকে। তবে এদিন নির্ধারিত সময়ের থেকে একটু পরে আসলেন নুসরত। কারণ ছেলে ঈশানের ভাইফোঁটা। কার থেকে ভাইফোঁটা নিল ছোট্ট ঈশান? অভিনেত্রী বলেন, “হ্যাঁ ঈশান ভাইফোঁটা নিয়েছে। আমার সঙ্গে যে ছেলেটি থাকে অর্থাৎ অমিত, তার মেয়ে ঈশানকে ভাইফোঁটা দিয়েছে, তাই ওই দিকটা গুছিয়ে আসতেই আজকে আমার দেরি হয়ে গেল। ' ঈশান কতটা উপভোগ করল ভাইফোঁটা? নুসরতের উত্তর, “কথা শুনে নিয়ম করে ভাইফোঁটা নিল, এরপর যখন সময় হলে তখন আর ধরে রাখা গেল না, দৌড়ে চলে গেল। তাই আমি ঈশানের হয়ে উপহার দিয়ে দিলাম।” সামাজিক মাধ্যমে যদিও ছেলে ঈশানের ভাই ফোঁটার কোনও ছবি দেননি যশ বা নুসরত। কারণ কিছু জিনিস ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন দু’জন। তবে এই ভাইফোঁটার মাধ্যমে নুসরত যেন বুঝিয়ে দিলেন, রক্তের সম্পর্কই শুধু আসল সম্পর্ক নয়, কাজের জায়গা থেকেও সুন্দর সম্পর্ক তৈরি হয়। এবং এমন সুন্দর শিক্ষাতেই ছেলেকেও বড় করছেন নুসরত। ঈশানকে ছোট থেকেই ভাল মানুষ তৈরি করতে চান যশ-নুসরত। এই মুহূর্তে মিডিয়া বা ক্যামেরার সামনে ঈশানকে বেশি না আনতেই স্বচ্ছন্দ তার মা-বাবা। এমনকি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে তেমনভাবে আর কথা বলবেন না বলেই জানিয়েছেন নুসরত। ক্যামেরার সামনে শুধুমাত্র কাজ নিয়েই কথা বলবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
মাঝে যশ-নুসরতের বিচ্ছেদের গুঞ্জন শোনা গেলেও সেই সময় এই বিষয়ে বিন্দুমাত্র মুখ না খুলে সামাজিক মাধ্যমে নিজেদের সুন্দর মুহূর্তের ছবি পোস্ট করে নিয়ে দু’জনেই বুঝিয়ে দিয়েছিলেন তাদের মধ্যে সব ঠিক আছে। তবে সংসার সামলানোর পাশাপাশি দু’জনেই নিজেদের মতো করে সময় কাটাতে পছন্দ করেন। বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে সময় কাটালেও ছেলেকে নিয়ে সেইসব মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে সামনে আনেন না যশ নুসরত। নুসরত জানিয়েছিলেন, এই মুহূর্তে ছেলের ছবি সামাজিক মাধ্যমে খুব একটা দিতে স্বচ্ছন্দ বোধ করেন না যশ। এটি আসলে তাঁর সিদ্ধান্ত। ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা হোক, এমন আর চান না তাঁরা।
