আজকাল ওয়েবডেস্ক: সিডনিতে অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডেতে ফিল্ডিং করতে গিয়ে চোট পান ভারতের সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ার। সেই সময়ে ব্যাট করছিলেন অ্যালেক্স ক্যারি। বোলার ছিলেন হর্ষিত রানা। অস্ট্রেলিয়ার ইনিংসের ৩৪-তম ওভারের ঘটনা। ক্যারির শটটা উপরে উঠে গিয়েছিল। উল্টোদিকে বেশ কিছুটা ছুটে গিয়ে বলটি তালুবন্দি করেন শ্রেয়স। কিন্তু ভারসাম্য না রাখতে পেরে মাটিতে পড়ে যান। শ্রেয়সের কোমরের বাঁদিকে ভালই চোট লাগে। যদিও ক্যাচটি মিস করেননি তিনি। এরপরই মাঠ থেকে বেরিয়ে যান শ্রেয়স।
তার পর অনেক জল গড়িয়ে গিয়েছে। বুধবার মানুকা ওভালের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যায়। শ্রেয়সের জন্য গোটা দেশ প্রার্থনায়। দেশের তারকা ক্রিকেটারের জন্য ছট পুজোয় প্রার্থনা করছেন ভারতের টি-টোয়েন্টি দলের ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের মা। সেই ভিডিও ভাইরাল হয়েছে। স্নেহ নিম্ন দিকেই ধাবিত হয়। সেটাই আরও একবার দেখা গেল।
আরও পড়ুন: ক্রিকেটে রাজার মতো পারফরম্যান্স, রাজকীয় সম্মান পেলেন অ্যান্ডারসন ...
শ্রেয়স যাতে দ্রুত সুস্থ হয়ে মাঠে ফেরেন তার জন্য সূর্যকুমার যাদবের মা প্রার্থনা করছেন। ভিডিওয় সূর্যের মাকে বলতে শোনা গিয়েছে, ''আমি বলতে চাইছি শ্রেয়স আইয়ারের জন্য সবাই প্রার্থনা করুন যেন ও দ্রুত সুস্থ হয়ে যায়। কারণ আমি শুনেছি ও সুস্থ নয়। আমার একেবারেই বিষয়টা ভাল লাগেনি।'' মায়ের মন এমনই হয়।
Suryakumar Yadav's Mother praying for Shreyas Iyer's speedy Recovery. ????❤️ pic.twitter.com/U6eHM2YOLS
— Johns. (@CricCrazyJohns)Tweet by @CricCrazyJohns
সেদিন সিডনিতে শর্ট থার্ড ম্যানে ফিল্ডিং করছিলেন শ্রেয়স। বলটি ঠিকঠাক ব্যাটে বলে হয়নি ক্যারির। ব্যাটের কানায় লেগে বল উঁচুতে উঠে যায়। শ্রেয়স উল্টোদিকে দৌড়ে ক্যাচ ধরেন। কিন্তু বেশ জোরের সঙ্গেই তিনি মাটিতে পড়েন ও চোট পান।
এরপর শ্রেয়সের শুশ্রুষার জন্য মাঠেই চলে আসেন ফিজিও। বেশ কিছুক্ষণ মাঠেই শুয়েছিলেন শ্রেয়স। খেলা ছিল বন্ধ। এরপর ফিজিওর সাহায্যে মাঠ থেকে বেরিয়ে যান শ্রেয়স। আর ফিল্ডিং করতে পারেননি। বাকি সময়টা ফিল্ডিং করেন যশস্বী জয়সওয়াল। ভর্তি করা হয়েছিল আইসিইউতে। শোনা গিয়েছিল তাঁর চোটগ্রস্ত জায়গা থেকে রক্তক্ষরিত হচ্ছিল। এখন শ্রেয়স আইয়ার সম্পর্কে যে খবর ভেসে আসছে তাতে জানা গিয়েছে তিনি আগের থেকে অনেকটাই সুস্থ। হাসপাতাল বেডে শুয়ে নার্সদের সঙ্গে হাসিঠাট্টা করছেন।
আরও পড়ুন: চোট পিছু ছাড়ছে না টিম ইন্ডিয়ার, এবার তিন ম্যাচের জন্য ছিটকে গেলেন এই অলরাউন্ডার
