আজকাল ওয়েবডেস্ক: টি-২০ কেরিয়ারে আরও একটি মাইলস্টোন ছুঁলেন সূর্যকুমার যাদব। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে সবার আগে ১৫০টি ছক্কা হাঁকানোর নজির গড়লেন। বুধবার ক্যানবেরার মানুকা ওভালে এই কীর্তি স্থাপন করেন সূর্য। মাত্র ৮৬ ইনিংসে, ১৬৪৯ বলের মুখোমুখি হয়ে এই মাইলস্টোন ছুঁয়ে ফেলেন। এই নজির একমাত্র ছিল মহম্মদ ওয়াসিমের। সূর্যর থেকেও কম ইনিংস এবং কম বল খেলে এই নজির গড়েন। মাত্র ৬৬ ইনিংস এবং ১৫৪৩ বলে এই কীর্তি স্থাপন করেন। কিন্তু আইসিসির অ্যাসোসিয়েট মেম্বার আরব আমিরশাহি। সেই কারণে তাঁর এই রেকর্ড ধার্য করা হয়নি।
টি-২০ ক্রিকেটে ১৫০ বা তার বেশি ছয় মারার তালিকায় একনম্বরে রয়েছেন রোহিত শর্মা। তাঁর ছক্কার সংখ্যা ২০৫। দ্বিতীয় স্থানে ওয়াসিম। তাঁর ছয়ের সংখ্যা ১৮৭। তারপর রয়েছেন মার্টিন গাপ্তিল এবং জস বাটলার। সেই তালিকায় নতুন সংযোজন সূর্যকুমার যাদব। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার সময় ১ উইকেট হারিয়ে ৯৭ রান ছিল ভারতের। ২৪ বলে ৩৯ রানে অপরাজিত ছিলেন সূর্য। অন্য প্রান্তে ২০ বলে ৩৭ রান গিলের। দ্বিতীয় উইকেটে ৩৫ বলে ৬২ রান যোগ করে এই জুটি। খেলা দেরীতে শুরু হওয়ায় ম্যাচ ১৮ ওভারের করে দেওয়া হয়। এদিন রান পাননি অভিষেক শর্মা। মাত্র ১৯ রানে ফেরেন।
ম্যাচ শুরুর আগে সূর্যকুমার জানান, প্রথমে ব্যাট করতে পেরে তিনি খুশি। টসের পর বলেছিলেন, 'আমরা প্রথমে ব্যাট করতে চেয়েছিলাম। দেখে মনে হচ্ছে উইকেট ভাল। আমাদের অ্যানালিস্টের থেকে শুনলাম, এখানে খুব বেশি ম্যাচ খেলা হয়নি। উইকেট পরের দিকে মন্থর হয়ে যেতে পারে। তাই আমরা প্রথমে ব্যাট করতে চেয়েছিলাম। আমরা ম্যাচের তিন, চারদিন আগে চলে এসেছি। গতকাল এবং আজ ঠান্ডা থাকলেও, দেখে মনে হচ্ছে ম্যাচটা ভাল হবে।' টি-২০ দলে বেশ কয়েকটি পরিবর্তন হয়। তবে বৃষ্টির জন্য পুরো খেলা হয়নি। মাঝপথেই পরিত্যক্ত হয়ে যায়।
