আজকাল ওয়েবডেস্ক: ‘অপারেশন সিঁদুর’-এ অসাধারণ বীরত্বের পরিচয় দিয়েছে সেনাবাহিনী। সেনার প্রশংসায় পঞ্চমুখ বলিপাড়াও। কিন্তু জানেন কি শুধু দূর থেকে প্রশংসা করা কিংবা ছবিতে সেনানায়কদের ভূমিকায় অভিনয় করাই নয়, এমন বেশ কিছু অভিনেতা রয়েছেন যাঁরা বাস্তবেও সেনাবাহিনীতে ছিলেন। 

ক্রান্তিবীর থেকে প্রহার একের পর এক ছবিতে দর্শকদের মুগ্ধ করেছেন নানা পাটেকর। সেই নানা পাটেকর সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। তাও যে সে সময় নয়, ১৯৯৯ সালে। অর্থাৎ যখন ভারত এবং পাকিস্তানের মধ্যে কার্গিলের যুদ্ধ চলছে।

মনে পড়ে ‘ত্রি ইডিয়টস’ ছবির সেই অধ্যাপককে যিনি মেশিনের সংজ্ঞা জিজ্ঞেস করেছিলেন আমিরকে? তার পর আমির প্যান্টের চেনের উদাহরণ দিয়ে বুঝিয়েছিলেন তাঁকে? ওই অধ্যাপকের ভূমিকায় যিনি সেদিন অভিনয় করেন, তাঁর নাম অচ্যুত পোতদার। সেনার প্রাক্তন ক্যাপ্টেন ছিলেন তিনি।

প্রখ্যাত গীতিকার আনন্দ বক্সিও কর্মরত ছিলেন সেনাবাহিনীতে। ‘অমর আকবর অ্যান্টনি’, ‘শোলে’, ‘অমর প্রেম’- এর মতো সুপারহিট ছবির গীতিকার বলিউডে আসার আগে দীর্ঘদিন সেনাবাহিনীতে ছিলেন।