সংবাদসংস্থা মুম্বই: রাজকুমার রাওয়ের বিপরীতে ‘সিটিলাইটস’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন পত্রলেখা। ২০১০ সালের মাঝামাঝি সময়ে রাজকুমার ও পত্রলেখার মধ্যে প্রেম শুরু হয়। ২০২১ সালে তাঁরা বিয়ে করেন। কিন্তু সম্প্রতি মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে ‘রাজকুমারের স্ত্রী’ হিসাবে তাঁর পরিচিত হওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন পত্রলেখা। হঠাৎ কী হল তাঁদের দাম্পত্যে? 

 

 

 

পত্রলেখা বলেন, "শুধুমাত্র রাজকুমার রাও-এর স্ত্রী হিসাবে পরিচিতিতে পেতে আমি ঘৃণা বোধ করি।" তাঁর কথায়, "আমি এটা অপছন্দ করি। নিজেকে খুব ছোট বলে মনে হয়। কারণ আমার একটা নাম আছে, আমার একটা অস্তিত্বও আছে। আপনাদের হয়তো মনে হয় আমার জীবন সহজ কারণ আমার স্বামী বিখ্যাত। তবে না এটা কখনওই সহজ নয়।"

 

 

 

 

তিনি আরও বলেন, "যদি আপনি নিজেকে একজন ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত করতে চান এবং নিজের কেরিয়ার গড়তে চান, তবে এটা খুবই কঠিন। কারণ আমাকে এই পরিচিতিটা পাওয়ার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে। আমি কখনওই স্বচ্ছন্দ বোধ করি না। আর যতদিন বাঁচব ততদিন এর বিরুদ্ধে লড়াই করে যাব।"

 

 

 

পত্রলেখা আরও বলেন, "লোকজন প্রায়ই রাজকুমারের সঙ্গে যোগাযোগ করতে না পেরে আমার কাছে আসে। তাঁরা আমার হাতে চিত্রনাট্য তুলে দিলেও ওরা আদপে আমাকে নয় বরং ওঁরা রাজকুমারের সঙ্গে কাজ করতে চান। এতে আমার অপমান, সঙ্গে রাজকুমারেরও।"