২০২১, ২০২২, ২০২৩। এই তিন বছর ধরে ক্রিসমাস মানেই ছিল বাংলা ছবির বক্স অফিসে হাজির দেব-অভিজিৎ সেন-অতনু রায়চৌধুরীর টাটকা নতুন ছবি। তবে ২০২৪-এ সেই নিয়মে ধাক্কা লেগেছে। গত বছরের বছরের ক্রিসমাসে প্রেক্ষাগৃহে হাজির হয়নি অতনু-অভিজিতের ছবি। তবে এ বছর যে সেই বিষয়টির পুনরাবৃত্তি হবে না তার জন্য বছরের শুরুতেই আগেভাগে ঘোষণা সেরে রেখেছিলেন ‘রঘু ডাকাত’-এর পর চলতি বছর দেবের দ্বিতীয় ছবি ‘প্রজাপতি ২’! অভিনয়ে তিনি নিজে, পরিচালনায় অভিজিৎ সেন এবং প্রযোজনায় অতনু রায়চৌধুরী। ‘প্রজাপতি ২’ আসবে এই বছরের ক্রিসমাসে। এইমুহূর্তে জোরকদমে ভরতলক্ষ্মী স্টুডিওতে চলছে শুটিং।
বুধবার সকাল থেকেই কলকাতার আকাশের মুখ খানিক ভার। টিপটিপ করে বৃষ্টি পড়েই চলেছে। তার সঙ্গে এলোমেলো দমকা হাওয়া। এহেন আবহাওয়ার তোয়াক্কা না করেই দক্ষিণ কলকাতার ভরতলক্ষ্মী স্টুডিওতে শুরু হল ‘প্রজাপতি ২’-র গানের শুটিং। আরও ভাল করে বললে, পুজোর গানের শুটিং। গানের নাম, ‘মা যে আমার বছর ঘুরে, ফিরে এল বাপের ঘরে’। ছবিতে দেবের বাড়ি উত্তরপাড়া অঞ্চলে। এই গানের দৃশ্যে দেখা যাবে সেখানেই পাড়ার দুর্গাপুজোর মণ্ডপে স্ত্রী ও তাঁদের ছোট্ট মেয়ের সঙ্গে চুটিয়ে মজায় মেতে উঠেছে সে। ছবিতে দেবের স্ত্রী-র ভূমিকাতেই দেখা যাবে ইধিকা পাল-কে! এবং মেয়ের চরিত্রে খুদে অভিনেত্রী অনুমেঘা কাহালি-কে। হুল্লোড়ের সঙ্গে মণ্ডপের উঠোন জমজমাট হয়ে উঠল দেব-ইধিকার নাচে। তাঁদের সঙ্গে আবার যোগ দেবেন মিঠুন চক্রবর্তীও!
এই গানের সিকোয়েন্স-এর শুট শুরু হয়েছে ভরতলক্ষ্মীতে। গত বেশ কয়েকদিন ধরে যত্ন করে আনন্দ আঢ্যর নির্দেশনায় স্টুডিওতে তৈরি হয়েছে বড়সড় সেট। ছিমছাম অথচ রুচিশীল। এদিকে ধুতি-পাঞ্জাবিতে দেব এইমুহূর্তে স্টুডিওতে শুটের মাঝেই ঝালাই করে নিচ্ছেন নাচের নানান স্টেপস। পারফেকশনিস্ট হলে যা হয়! তাঁকে যোগ্য সঙ্গত দিচ্ছেন ইধিকা। খানিক পরে মিঠুন-ও হাজির হলেন ধুতি-পাঞ্জাবিতেই। দুপুর থেকেই শুরু হয়েছে শুটিং, চলবে রাত পর্যন্ত। অন্যদিকে, পরিচালক অভিজিৎ সেন-কেও দেখা গেল সেটে তাঁর অতিপরিচিত ছন্দে। নেই সামান্যটুকু হুড়োহুড়ির হাঁকডাক অথবা টেনশনের চোরাস্রোতযুক্ত হাঁটাচলা। কেমন যেন পিকনিকের আবহাওয়া। তবে হ্যাঁ, সেটের মধ্যে বাইরের ক্যামেরা অথবা ফোনের ক্যামেরার উঁকিঝুঁকি কিন্তু একেবারে বারণ!
শুটিং ব্রেকে তখন ভেসে আসছে টুকরো টাকরা হাসির আওয়াজ...
প্রসঙ্গত, চলতি বছরের জুলাই মাসে লন্ডনে ‘প্রজাপতি ২’-র প্রথম দফা শুটিং সেরেছিলেন দেব। শুটিং ইউনিটের সঙ্গে ছিলেন ইধিকাও। ‘খাদান’, ‘রঘু ডাকাত’-এর পর ‘প্রজাপতি ২’-তে দেবের বিপরীতে আবারও ইধিকা! তৃতীয়বারের জন্য বড়পর্দায় দেবের সঙ্গে রোম্যান্সে মশগুল হতে চলেছেন ইধিকা। উল্লেখ্য, এই ছবিতে রয়েছেন টেলিভিশনের পরিচিত মুখ জ্যোতির্ময়ী কুন্ডু। এ ছবির মাধ্যমেই বড়পর্দায় পা রাখছেন তিনি। তবে এই গানের শুটে দেখা গেল না তাঁকে।
