সংবাদসংস্থা মুম্বই: যিনি রাঁধেন, তিনি চুল-ও বাঁধেন! এক দিকে তিনি অভিনয় করেন। দেশ বিদেশে ঘুরে বেড়ান সেই অভিনয়ের সুবাদেই। তিনি অভিনেত্রী রাধিকা আপ্তে। এবার তিনি অন্য ভূমিকায়। অভিনয়ের পর পরিচালনায় হাত পাকাতে চলেছেন রাধিকা।

 


এক সাধারণ পরিবারের জীবনযুদ্ধের গল্প নিয়ে তৈরি হবে তাঁর ছবি। নাম 'কোট্যা'। রাধিকার প্রথম ছবির প্রযোজনার দায়িত্ব সামলাবেন বিক্রমাদিত্য মোতওয়ানে। কিন্তু এই ছবিতে কোন তারকাদের অভিনয়ে দেখা যাবে তা যদিও এখনও চূড়ান্ত হয়নি। 

 

 

প্রসঙ্গত, মাঝেমধ্যেই চর্চায় থাকেন রাধিকা। কখনও এক হাতে শ্যাম্পেনের গ্লাস নিয়ে যান্ত্রিক পদ্ধতিতে মেয়ের জন্য দুগ্ধ বের করে, কখনও আবার নিজের ঠোঁটকাটা স্বভাবের জন্য। টলিউড থেকে বলিউডে বহুদিন আগেই পাড়ি দিয়েছেন রাধিকা। এমনকী কাজ করেছেন বহু দক্ষিণী ছবিতেও। তাঁকে শেষ দেখা গিয়েছিল 'সিস্টার মিডনাইট'-এ। যদিও মেয়ে হওয়ার পর কাজ থেকে খানিকটা বিরতি নিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু এবার নতুন রূপে কাজে ফিরলেন রাধিকা।