সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
বিহান-রাধিকার প্রেমচর্চা
বলিপাড়ায় এখন নতুন প্রেমের গুঞ্জন। টিনসেল টাউনে ঘোরাফেরা করছে নতুন জুটি। বেশ কিছুদিন ধরেই অভিনেতা বিহান সম্রাট ও রাধিকা মদনের প্রেমচর্চা চলছে নেটিজেনদের মধ্যে। পর্দায় জুটি না বাঁধলেও, বাস্তবে কি একে অপরকে মন দিয়েছেন তাঁরা? যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি কেউই।
বায়োপিকে জুনিয়র এনটিআর
এবার বায়োপিকে দেখা যেতে পারে জুনিয়র এনটিআর-কে। শোনা যাচ্ছে, বড়পর্দায় দাদা সাহেব ফালকের চরিত্রে দেখা যাবে তাঁকে। ছবিটি প্যান ইন্ডিয়া প্রজেক্ট হতে চলেছে। ছবির অন্যতম প্রযোজক হিসেবে থাকছেন রাজামৌলির ছেলে এস এস কার্তিকেয়। স্ক্রিপ্ট শুনে বেশ খুশি হয়েছেন অভিনেতা। তবে আপাতত প্রশান্ত নীলের ছবি ও দেবারা ২ নিয়ে ব্যস্ত তিনি।
আসছে 'দ্য রয়্যালস ২'
বলিউডে প্রথমবার জুটি বেঁধেছেন ঈশান খট্টর ও ভূমি পেদনেকর। তবে ছবি নয়, ওটিটিতে জুটি বেঁধেছেন তাঁরা। 'নেটফ্লিক্স'-এ মুক্তি পেয়েছে 'দ্য রয়্যালস'। সমালোচক মহলে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে এই সিরিজটি। এবার জানা যাচ্ছে, এই সিরিজের দ্বিতীয় সিজনও আসছে খুব তাড়াতাড়ি। অনন্যা পাণ্ডের 'কল মি বি'র দ্বিতীয় সিজনর ঘোষণা হয়েছিল সিরিজ মুক্তির এক সপ্তাহের মধ্যে। এবার 'দ্য রয়্যালস'-এর ক্ষেত্রেও ঠিক এরকমই কোনও ঘোষণা হবে কিনা তা যদিও জানা যায়নি।
