সংবাদসংস্থা মুম্বই: 'স্ত্রী ২'-এর মুক্তির পরেই এই ছবি দারুণ সাফল্য পেয়েছে বক্স অফিসে। শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাওয়ের জুটিকে আবারও বড়পর্দায় দেখতে মুখিয়ে ছিলেন দর্শক। তাই ছবি মুক্তির আগেই প্রায় ৪ লক্ষ অগ্রিম টিকিট বিক্রি হয়েছিল।

'স্ত্রী ২'-এর প্রচারে ছবি প্রসঙ্গে কথা বলতে গিয়ে রাজকুমারের কথায় উঠে এসেছে তাঁর প্রথম রোজকারের স্মৃতি। মুম্বই সংবাদ মাধ্যমকে অভিনেতা বলেন, "আমার প্রথম উপার্জন ছিল ৩০০ টাকা। তখন নবম শ্রেণীতে পড়তাম। আমি একটি বাচ্চা মেয়ের বাড়িতে যেতাম তাঁকে নাচ শেখাতে। সম্ভবত তাঁর বয়স ছিল ৭ বছর। তাঁকে নাচ শিখিয়ে প্রতি মাসে ৩০০ টাকা পেতাম। প্রথম মাসে যখন ৩০০ টাকা পেলাম তখন ১০০ টাকার কোনও নোট পাইনি। আমার আজও মনে আছে, মেয়েটির বাবা ৫০ টাকার ৬টি নোট দিয়েছিলেন সেই সময়।"

তিনি আরও বলেন, "আমার বাড়ির আর্থিক অবস্থা খুব একটা ভাল ছিল না। তাই ওই ৩০০ টাকাতেই খুব খুশি হয়েছিলাম। প্রথম উপার্জনের সেই ৩০০ টাকা দিয়ে বাড়ির জন্য রেশন কিনেছিলাম। তারপর যা টাকা ছিল সেটি দিয়ে দেশি ঘি কিনেছিলাম। সেদিন আমরা বাড়ির সবাই রুটিতে ঘি লাগিয়ে খেয়েছিলাম। তাঁর আগে কখনও ঘি দিয়ে রুটি খাওয়ার সুযোগ আসেনি। তাই সেদিনের কথা আজও ভুলতে পারিনি।"