সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?
ফের বিয়ের পিঁড়িতে সঞ্জয় দত্ত!
৬৫ বছর বয়সে এসে ফের ছাদনাতলায় অভিনেতা সঞ্জয় দত্ত! আসলে দুর্গাপুজোর আবহে গৃহপ্রবেশ করেছেন তিনি। সেই গৃহপ্রবেশ অনুষ্ঠানের মধ্যেই স্ত্রী মান্যতাকে নিয়ে ফের সাত পাকে বাঁধা পড়লেন সঞ্জয়। জানা গিয়েছে, সঞ্জয়ের বিশ্বাস, নতুন বাড়ির সঙ্গে, ফের সাত পাকে বাঁধা পড়লে, সংসার অটুট থাকে। ১৬ বছর পর তাঁদের ফের বিয়ের ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
অভিনেত্রী হতে চাননি রেখা!
বলি অভিনেত্রী রেখার সৌন্দর্য আজও হার মানাবে তরুণ প্রজন্মের অভিনেত্রীদের। তাঁর অভিনয়ে আজও মোহিত দর্শক মহল। কিন্তু রেখা কোনওদিন অভিনয় জগতে আসতেই চাননি! এমনটাই জানিয়েছিলেন তিনি মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে। তাঁর কথায়, "অভাবের সংসারে পরিবারের দায়িত্ব এসে পড়ে আমার উপর। একপ্রকার বাধ্য হয়েই অভিনয় জগতে আসা। বরাবরই বিয়ে করে সংসারী হতে চেয়েছিলাম। এমন একজনকে ভালবাসতে চেয়েছিলাম, যে আমার মন বুঝবে। সারাজীবন ভাল রাখবে।"
সদ্য মা হওয়ার কেমন অভিজ্ঞতা দীপিকার?
সদ্য কন্যা সন্তানের মা হয়েছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে নতুন মা হওয়ার অভিজ্ঞতা ভাগ করেছেন তিনি। দীপিকার কথায়, "রাতের ঘুম থেকে শুরু করে নিজের পরিচর্যা সবটা এখন দূরে সরিয়েছি। মা হওয়ার সিদ্ধান্ত নেওয়ার সময় থেকেই জানতাম অনেককিছু বদলাবে। তাই প্রস্তুত ছিলাম। ধৈর্য অনেক বেড়েছে। নিজেকে নতুন করে চিনতে শুরু করেছি।"
