নিজস্ব সংবাদদাতা: মন ভাল করা গান আর হাড্ডাহাড্ডি লড়াই। এই বছরের 'সারেগামাপা'য় নানা চমক থাকলেও আসল চমক হল লড়াই। এবার শুধুমাত্র প্রতিযোগীদের মধ্যে নয়, লড়াই চলছে বিচারকদের মধ্যেও। পাহাড় থেকে শহরতলি, মফস্বল প্রত্যেক জায়গা থেকেই খুঁজে আনা হয়েছে প্রতিভাদের। পরিচালনায় অভিজিৎ সেন।
বিচারকদের আসনে এবার রয়েছেন রাঘব চট্টোপাধ্যায়, ইমন চক্রবর্তী, কৌশিকী চক্রবর্তী, জোজো, ইন্দ্রদীপ দাশগুপ্ত, জাভেদ আলি, অন্তরা মৈত্র এবং শান্তনু মৈত্র। এই বছর নেই কোন মেন্টর। ৮ জন বিচারককে চার দলে ভাগ করা হয়েছে অর্থাৎ প্রত্যেক দলে থাকছেন দু'জন করে বিচারক। রাঘব ও ইমন, ইন্দ্রদীপ ও কৌশিকী, জাভেদ আলি ও জোজো এবং অন্তরা ও শান্তনু। নিজেদের দলের জন্য প্রতিযোগীদের বেছে নেবেন বিচারকরাই, এইভাবেই এগোচ্ছে প্রতিযোগিতা।
সপ্তাহের শেষ দু'টি দিনে যেন গানের উৎসবে মেতে ওঠে 'সারেগামাপা'র মঞ্চ। শুধু গানই নয়, চলে দেদার মজা, হাসি-ঠাট্টাও। এবার এই ঝলকই ধরা পড়ল সদ্য সম্প্রচার হওয়া একটি পর্বে। প্রতিদিন প্রতিযোগীদের গানকে আরও সুরেলা করে তোলেন বাদ্যকাররা। তাই বিচারক আসন থেকে জোজো একটি আবদার করে বসলেন।
প্রতিযোগীর গানের শেষে জোজো বলেন, "আজ একজনকে আদর করতে ইচ্ছে করছে। তাঁর গুনে আমি মুগ্ধ। তিনি হলেন ভুতোদা।" বলা মাত্রই শোয়ের সঞ্চালক আবির চট্টোপাধ্যায় জোজোকে বাদ্যকারদের সামনে নিয়ে যান। আর সঙ্গে সঙ্গেই ওই বাদ্যকারকে জড়িয়ে ধরে গালে চুমু খান জোজো। এই ঘটনায় হেসে লুটোপুটি অন্যান্য বিচারক থেকে দর্শকরাও।
