ডিজাইনার বিক্রম ফডনিসের ইন্ডাস্ট্রিতে ৩৫ বছরের পূর্তির উদযাপন উপলক্ষে আয়োজিত জাঁকজমকপূর্ণ ফ্যাশন শোয়ে হাজির হয়েছিলেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা এবং তাঁর স্বামী জাহির ইকবাল। ‘ভিনটেজ ইন্ডিয়া’ থিমে আয়োজিত এই অনুষ্ঠানে ১০০ জন মডেল র্যাম্পে হাঁটেন, যেখানে প্রদর্শিত হয়েছিল ডিজাইনারের পুরোনো আর্কাইভ থেকে পুনর্নির্মিত পোশাক। তবে সে সবকে ছাপিয়ে গেল শুধু একটি জল্পনা। তা হল সোনাক্ষীর বদলে যাওয়া চেহারা। তাঁকে দেখে অনেকেই মনে করছেন নায়িকা নাকি অন্তঃসত্ত্বা।
লাল রঙের ফুলেল অনারকলি স্যুটে সোনাক্ষী নজর কেড়েছেন সকলের। তাঁর পরিপাটি সাজ এবং গয়নায় ছিল ঐতিহ্য ও আধুনিকতার সুন্দর সংমিশ্রণ। তবে কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় গর্ভাবস্থার জল্পনা। অনেকেই লক্ষ্য করেন, সোনাক্ষী ছবি তোলার সময় হাত ও ওড়নায় নিজের পেট ঢেকে রেখেছিলেন।
এক নেটিজেন মন্তব্য করেন, ‘ওহ, উনি গর্ভবতী মনে হচ্ছে।’ আরেকজন লেখেন, ‘ওর মুখে সেই একটা গ্লো আছে। মনে হচ্ছে খুব শীঘ্রই সন্তান আসছে।’ কেউ কেউ যদিও বলেন, ‘এমন আন্দাজ করা ঠিক নয়—তিনি শুধু ভিন্নভাবে পোজ দিয়েছেন।’
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Instant Bollywood (@instantbollywood)
এই প্রথম সোনাক্ষীকে ঘিরে এমন গুজব ছড়িয়েছে, এমন নয়। চলতি বছরের শুরুতেও একই রকম জল্পনা উঠেছিল, যার জবাবে অভিনেত্রী মজার ছলে লিখেছিলেন যে তিনি ‘বিয়ের পর শুধু কিছুটা মোটা হয়েছেন’ এবং মজার ছলে স্বামী জাহির ইকবালকে দোষ দিয়েছিলেন তাঁকে ‘অতিরিক্ত খাওয়ানোর’ জন্য।
সোনাক্ষী এবং জাহির ২০২৪ সালের ২৩ জুন স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী বিয়ে করেন। ঘনিষ্ঠ আত্মীয়স্বজন এবং বন্ধুদের উপস্থিতিতে তাঁদের বিয়ের পর হয়েছিল এক তারকাখচিত উদযাপন।
তাঁদের বিয়ে নিয়ে এক সাক্ষাৎকারে সোনাক্ষী বলেন, “আমরা ধর্মের দিকে তাকাইনি। আমরা কেবল দু’জন মানুষ ছিলাম, যারা একে অপরকে ভালবেসেছিলাম এবং বিয়ে করতে চেয়েছিলাম। জাহির কখনও তাঁর ধর্ম আমার উপর চাপিয়ে দেয়নি, আমিও দিইনি। আমরা একে অপরের সংস্কৃতি ও বিশ্বাসকে শ্রদ্ধা করি এবং একসঙ্গে উদযাপন করি।”
জাহির ইকবাল সেই ইভেন্টে পরেছিলেন নেভি-ব্লু বন্দগালা কোট ও সাদা প্যান্ট, যা সোনাক্ষীর পোশাকের সঙ্গে সুন্দরভাবে মানিয়েছিল। দম্পতি রেড কার্পেটে ফোটোসেশনের পর একসঙ্গে ভেন্যুতে প্রবেশ করেন। আর তাঁদের রাজকীয় উপস্থিতি মুগ্ধ করে সকলকে। কিন্তু আদৌ তাঁরা মা-বাবা হচ্ছেন কি না, এখনও তা নিয়ে মুখে কুলুপ তারকা-দম্পতির।