নিজস্ব সংবাদদাতা: বসন্তের আমেজে চারপাশে রঙিন। রঙের ছোঁয়া বসন্ত উৎসবেও। রঙিন বসন্তে কি রঙের ছোঁয়া লাগল টলি তারকাদের মনে? দোলের স্মৃতির পাতা হাতড়ে কী জানালেন তাঁরা?

 

আজকাল ডট ইন-কে অভিনেত্রী শ্রীলেখা মিত্র বলেন, "দোল খেলা বলতে মনে পড়ে ছোটবেলার স্মৃতি। রঙ, পিচকিরি দিয়ে একসঙ্গে দোল খেলা। সেই সঙ্গে খাওয়াদাওয়ার ব্যাপক আয়োজন। যদিও এখনকার পরিস্থিতি হোক বা চিন্তাধারা, দোল খেলা আর হয় না। চিন্তায় কাটে দিনটা, আমার চারপেয়ে সন্তানদের কেউ ক্ষতি না করে এই দিনে! এদিকে, আমায় রাঙিয়ে দেওয়ার কেউ নেই। বসন্তে কোকিল বা প্রেম কোনওটাই আর আসে না।" 

 

অভিনেতা রণজয় বিষ্ণুর কথায়, "এই দিনটায় আমার মার কথা খুব মনে পড়ে। দিদাকে 'মা' বলে ডাকতাম। ছোটবেলায় মধ্যমগ্রামে খুব সুন্দর করে কাটত এই দিনটা। আমাদের দেবত্ব সম্পত্তির রাধাকৃষ্ণ মন্দিরে এদিন পুজো হত। পুজো শেষে আবির দিয়ে দোল খেলা হত। আজও দোলের স্মৃতিতে এটাই প্রথম আসে।"

 

অভিনেতা দেবদত্ত রাহা বলেন, "দোলের স্মৃতিতে ছোটবেলার প্রেমও আছে। বয়সে বড় একজনকে বড্ড ভাল লেগেছিল। সাহস করে বলতে পারিনি। দোলের দিন তাঁর বাড়ির সামনে দিয়ে যেতে, সে নিজেই ডেকে রঙ দিল। তখন যে অনুভূতিটা হয়েছিল বলে বোঝাতে পারব না।"

 

অভিনেত্রী অঙ্গনা রায়ের কথায়, "দোলে রঙ মেখে ভুত হয়ে যেতাম। সাতদিন পর্যন্ত থাকত ওই রঙ। ভয়ঙ্কর রঙ খেলতাম। তবে এখন সেভাবে খেলা হয় না। কাউকে খেলতেও দেখি না। তবে আমার ছোটবেলায় এই দিনটা ছিল সবচেয়ে আনন্দের।"