নিজস্ব সংবাদদাতা: কবীর সুমনের বায়োপিক বানানোর প্রস্তুতি শুরু করেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ‘নাগরিক কবিয়াল’ -এর সঙ্গে তাঁর সম্পর্কের কথা সর্বজনবিদিত। ‘জাতিস্মর’-এর পরিচালককে স্নেহ করে নিজের ‘বড় ছেলে’ বলেও ডাকেন সুমন। আজকাল ডট ইন-কে সৃজিত বললেন, “বহুদিন ধরেই ওঁকে নিয়ে এই ছবির পরিকল্পনা রয়েছে। বায়োপিক...মানে, হ্যাঁ এই ছবিকে বায়োপিক বলা যেতেই পারে। আমি আসলে পর্দায় দেখতে চাইছি, সুমনের ‘তোমাকে চাই’ তৈরির জার্নিটা।” এরপর সংবাদমাধ্যমকে ‘নাগরিক কবিয়াল’ জানিয়েছিলেন, অনেক দিন আগে সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর এই ছবি নিয়ে কথা হয়েছিল। তবে সৃজিত যদি বানায় আমার তাতে তাঁর কোনও আপত্তি নেই। সুমনের কথায়, “ও ভাল ছেলে। ভাল পরিচালক। ওর প্রতি আবার বেশ আস্থা আছে।” আর নিজের বায়োপিকে তাঁর চরিত্রে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য-কে মানাবে বলে আশা তাঁর। ‘তোমাকে চাই’-এর স্রষ্টা বলেছিলেন, “একজন আছেন। খুব ভাল। অনির্বাণ ভট্টাচার্য। ওঁর অভিনয় আমি দেখেছি, তবে মঞ্চে। ভীষণ ভাল লেগেছিল। আমি ব্যক্তিগত ভাবে খুব একটা চিনি না তাঁকে। একবার বাড়ি এসেছিল। যদি আমার চরিত্রে অভিনেতা নির্বাচনের কথা আসে তবে অনির্বাণ ভাল হবেন বলে আশা করাই যায়। তবে সঙ্গে থাকতে হবে। আমি কী করি, আমার বাচনভঙ্গি, আমার দোষ-ত্রুটি, সব... সেটা কি অনির্বাণ পারবেন?”
এবার মুখ খুললেন অনির্বাণ ভট্টাচার্য। এই অভিনেতা-পরিচালকে আজকাল ডট ইন-কে জানালেন, কবীর সুমনের মতো শিল্পী নিজের চরিত্রে তাঁর কথা ভেবেছেন - তা তাঁর সৌভাগ্য। অত্যন্ত আনন্দিত তিনি- “কবীর সুমন আমার জীবনে অনেককিছু...আজও প্রতিদিন ওঁর গান শুনি। সেখানে উনি আমার সম্পর্কে এই কথা বলেছেন, ভীষণ খুশি আমি।” খানিক থেমে অনির্বাণ আরও বলেন, “আবার বলছি, আমি অত্যন্ত আনন্দিত, আহ্লাদিত, কবীর সুমন আমার শুধু প্রিয় শিল্পীই নন, আমার আধুনিক মন নির্মাণে ( আমার মতে, আধুনিক) ওঁর গানের গুরুত্ব অপরিসীম। হয়ত সবচেয়ে বেশি।”
প্রসঙ্গত, ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ ছবি ঘিরে খানিক দূরত্ব তৈরি হয়েছে সৃজিত ও অনির্বাণের মধ্যে যা এখনও বহমান। ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ থেকে অনির্বাণের সরে যাওয়ার প্রসঙ্গে একটি সাক্ষাৎকারে পরিচালক বলেছিলেন, “ওর একটা লিড করব গোছের ভাবনা, শুধু আমি বা সোলো আমি ছাড়া কাজ করব না এখন এরম একটা আমার সঙ্গে বায়নাক্কা ধরেছিল।”
সমস্যা মিটিয়ে ফের সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে বড়পর্দায় হাজির হওয়ার ইঙ্গিত কি তবে এভাবেই দিলেন অনির্বাণ?
