সংবাদ সংস্থা, মুম্বই: যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার বিখ্যাত নৃত্য পরিচালক জানি মাস্টার। গোয়া থেকে 'স্ত্রী ২'র কোরিওগ্রাফারকে গ্রেফতার করা হয়েছে। কিছুদিন আগেই যৌন হেনস্থার অভিযোগ ওঠে তারকা কোরিওগ্রাফার জানি বাশা ওরফে জানি মাস্টারের বিরুদ্ধে। পকসো ধারায় অভিযোগ দায়ের করা হয়। ২১ বছরের যুবতীর করা অভিযোগের ভিত্তিতে বুধবার নৃত্য পরিচালকের  বিরুদ্ধে চার্জ আনা হয়।

নির্যাতিতা মধ্যপ্রদেশের বাসিন্দা। জানি মাস্টারের বিরুদ্ধে তাঁর ঠিক কী অভিযোগ রয়েছে? তরুণী জানিয়েছেন, চেন্নাই, মুম্বই বা হায়দরাবাদের মতো নানা শহরে আউটডোর শ্যুটিংয়ের সময় তাঁর সঙ্গে অশালীন আচরণ করেছেন জানি মাস্টার।

নির্যাতিতা জানি মাস্টারের সহকারী হিসাবে কাজ করতেন। অভিযোগকারিণীর দাবি এই ঘটনা ২০১৯ সালের। কিন্তু এতদিন তিনি মুখ খুলতে পারেননি কারণ তাঁকে জানি মাস্টার হুমকি দিয়েছিলেন বলে। এমনকী তাঁকে ইন্ডাস্ট্রি থেকে ব্ল্যাকলিস্ট করে দেওয়ার ভয় দেখানো হয়েছিল জানি মাস্টারের সহযোগীদের বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগও তোলেন তিনি। অভিযোগ সামনে আসার পর থেকে পলাতক ছিলেন জানি। তাঁর খোঁজ চালাচ্ছিল বেঙ্গালুরু পুলিশ। শেষমেশ গোয়া থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, জানি মাস্টার অত্যন্ত জনপ্রিয় এক কোরিওগ্রাফার। তেলুগু ইন্ডাস্ট্রি থেকেই কেরিয়ার শুরু করেন জনি। শুধু তেলুগু ইন্ডাস্ট্রি নয়, বলিউডের একাধিক তারকাদের সঙ্গে কাজ করেছেন তিনি। সম্প্রতি তাঁর নৃত্য পরিচালনায় 'স্ত্রী ২' ছবির 'আজ কি রাত' প্রচুর সাফল্য পেয়েছে।