সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?

অমিতাভে গর্বিত জয়া

রাজ্যসভায় জয়া বচ্চন নিজেকে জয়া অমিতাভ বচ্চন নামে পরিচিত দেওয়ায় তাঁকে নাম বদলানোর কথা বলতেই জোর গলায় জয়া জবাব দেন, "আমি নিজের নাম নিয়ে গর্বিত। স্বামীর নাম নিয়ে গর্বিত। ওঁর কৃতিত্বে গর্বিত। এর অর্থ এমন আভা, যা কোনওদিন মুছে যাবে না। এসব নিয়ে আপনারা চিন্তা করবেন না। যে নাটক আপনারা নতুন শুরু করেছেন। আগে তা ছিল না। আমি আমার নাম পরিবর্তন করব না।"

'খারাপ অভিনেতা' জ্যাকি শ্রফ

চলচ্চিত্র নির্মাতা সুভাষ ঘাই সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের কিছু অভিনেতাদের কাজ নিয়ে মন্তব্য করেছেন। সেখানেই তিনি জ্যাকি শ্রফকে 'খারাপ অভিনেতা'র তকমা দেন। তিনি আরও বলেন, "শত্রুঘ্ন সিনহা একজন অতি আত্মবিশ্বাসী অভিনেতা। এই স্বভাব শুটিং ফ্লোরে মোটেই সুবিধাজনক নয়।"

আলিয়ার প্রশংসায় শাহরুখ 

আলিয়া ভাটের সঙ্গে 'ডার্লিং' ছবির সহ প্রযোজনা করেছিলেন শাহরুখ খান। ছবিটি দেখার পর আলিয়াকে কিং খান বলেছিলেন, "আমি কারওর সঙ্গে যৌথ প্রযোজনা করি না। কিন্তু তোমার সঙ্গে এই ছবিটি যৌথ প্রযোজনা করে বুঝলাম এটা না করলে আমি আপসোস করতাম। এই ছবিতে অভিনয় করে আরও একবার তোমার অভিনয়ের প্রশংসা করতে বাধ্য করেছো আমায়।"