দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করতে চলেছেন সোনাক্ষী সিনহা। ইন্ডাস্ট্রির অন্দরে ফিসফাস ছিল অনেকদিন ধরেই। গত কয়েকদিনে তা অনেক বেশি জোরালো হয়েছে।  দক্ষিণী তারকা সুধীর বাবুর বহুল প্রতীক্ষিত অতিপ্রাকৃত থ্রিলার 'জটাধারা'র মাধ্যমেই সোনাক্ষির তেলুগু ছবির জগতে অভিষেক হতে চলেছে। এই খবর আগেই সামনে এসেছিল। যদিও তখনও পর্যন্ত এ বিষয়ে সোনাক্ষি অথবা ছবি নির্মাতাদের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি, তবু ইন্ডাস্ট্রির অন্দরের খবর এই ছবিতে সোনাক্ষীকে দেখা একরকম পাকা। অভিনেত্রী ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছিল, 'জটাধারা'তে যে ধরনের চরিত্রে অভিনেত্রীকে দেখবেন দর্শক, তা নাকি আগে দেখেননি।

 

এবার প্রকাশ্যে এল ছবির প্রথম টিজার। এ যেন মানুষ আর পিশাচের লড়াই! সোনাক্ষীকে দেখা গেল একেবারে অন্য অবতারে। তাঁকে দেখে গায়ে কাঁটা দিয়ে উঠবে। এই ছবিতে মূল চরিত্রে থাকছেন সুধীর বাবু।

হায়দরাবাদে ঘটে করে ছবির মহরৎ হয়েছিল কিছুদিন আগেই। সোনাক্ষী চলতি বছর ৮ মার্চ থেকে শুটিং শুরু করেছিলেন এই ছবির । অনেকেই জানেন না, দক্ষিণী ছবিতে অভিনয়ের প্রথমবার সুযোগ পেয়েছিলেন শত্রুঘ্ন-কন্যা বহু বছর আগে। কমল হাসানের 'হে রাম' ছবিতে তাঁর বিপরীতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন সোনাক্ষী। 'জটাধারা'য় যেন নিজেকে আরও একবার প্রমাণ করলেন অভিনেত্রী। মুক্তি পাওয়া ছবির প্রথম টিজারে বোঝাই গেল যে চমকের উপর চমক থাকবে এই ছবিতে। এ ছবিতে মহাদেবের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে তার ঝলক দেখা গেল টিজারের শেষে। তবে ঠিক কী নিয়ে এই গল্প, তার উদাহরণ খুব একটা খোলসা নয়। 

 

আরও পড়ুন: রাখি পূর্ণিমায় সুশান্তের স্মৃতি আগলে দিদি শ্বেতা, নাম বদলে ফেললেন সলমন খানের নায়িকা?

 

প্রসঙ্গত, দীর্ঘ সাত বছরের প্রেমের পর গত বছর গাঁটছড়া বেঁধেছিলেন সোনাক্ষী ও জাহির ইকবাল। জাহির ইকবালের সঙ্গে বিয়ের পর থেকেই নেটিজেনদের চর্চায় থাকেন বলি অভিনেত্রী। কিন্তু বারবার অভিনেত্রী নানা সাক্ষাৎকারে বুঝিয়েছেন যে তিনি ভাল আছেন। কিন্তু তারপরেও চর্চার জট কাটতে চায় না। এই জুটির বিয়ে নিয়েও সমস্যা তৈরি হয়েছিল দুই পরিবারের মধ্যে। কিন্তু সব বাধা কাটিয়ে জয় হয়েছিল তাঁদের ভালবাসার। হিন্দু বা ইসলাম রীতি মেনে নয়, আইনি বিবাহ সেরেছিলেন সোনাক্ষী-জাহির। 

 

জাহির ইকবালের সঙ্গে গাঁটছড়া বাঁধার পর থেকেই নেটিজেনদের চর্চায় থাকেন বলি অভিনেত্রী সোনাক্ষী সিনহা। বিয়ের ছ'মাস হতে না হতেই শত্রুঘ্ন সিনহা কন্যার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শুরু হয়। দু'জনকে একসঙ্গে চিকিৎসকের কাছে যেতেও দেখা গিয়েছিল। কিন্তু বারবারই অভিনেত্রী নানা সাক্ষাৎকারে সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন। এবার সেই নিয়েই নতুন পথ খুঁজে পাওয়ার কথা জানালেন অভিনেত্রী। 

 

অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন নিয়ে সম্প্রতি সোনাক্ষী বলেন, "আমি সকলের নাক গলানো বন্ধ করার একটা উপায় খুঁজে পেয়েছি। যখন আমি কর্মক্ষেত্রে থাকি না, তখন পর্দার বাইরে আমি খুব সুখী জীবনযাপন করি। আমি ঠিক থাকি এবং শান্তিতে থাকি। যখন আমি কর্মক্ষেত্রে থাকি এবং আমাকে এই ধরনের বিষয়গুলোর মুখোমুখি হতে হয়।" 


অভিনেত্রীর আরও সংযোজন, "তুমি যাই করো না কেন, মানুষ বলবেই। যদি আমি বলি আমি সাদা পোশাক পরেছি, কেউ বলবে না, এটা কালো পোশাক। তুমি যা বলছো তা চ্যালেঞ্জ করার জন্য কেউ না কেউ সবসময় সেখানে থাকবে, তাই তুমি তোমার জীবন চালিয়ে যাও। তুমি সব ছোট ছোট জিনিসের দিকে মনোযোগ দিতে পারবে না।"