নিজস্ব সংবাদদাতা: স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক 'লক্ষ্মী ঝাঁপি'। এই মেগার মাধ্যমে বহুদিন পর ছোটপর্দায় ফিরছেন সৌরভ চক্রবর্তী। বিপরীতে শুভস্মিতা মুখোপাধ্যায়। এই খবর প্রথম আজকাল ডট ইন-ই প্রকাশ্যে এনেছিল। গল্পে নায়ক-নায়িকা যেমন থাকবে, তেমন ভিলেনও তো থাকবে! ইতিমধ্যেই আঁচ পাওয়া গিয়েছে, কে হচ্ছেন এই গল্পের ভিলেন।
খল নায়িকার চরিত্রে দেখা যেতে পারে অভিনেত্রী তনয়া চট্টোপাধ্যায়কে। যদিও তার চরিত্রটি পুরোপুরি নেতিবাচক দিকে মোড় নেবে কিনা, তা এখনও স্পষ্ট নয়। তনয়াকে দর্শক শেষ দেখেছেন জি বাংলার ধারাবাহিক 'নিম ফুলের মধু'র ইশার চরিত্রে। ওই গল্পে প্রথম থেকেই খল নায়িকার চরিত্রে দর্শকের পছন্দের তালিকায় জায়গা করেছিলেন তিনি।
সম্প্রতি সামনে এসেছে 'লক্ষ্মী ঝাঁপি'র প্রথম প্রোমো। দেখা যাচ্ছে বিয়ের কনে ঝাঁপি বিয়ের মণ্ডপে যাওয়ার জন্য প্রস্তুত। এমন সময় বাড়িতে এসে ব্যাবসার লোকসানের খবর দেওয়া হয় তার বাবাকে। পাওনা টাকা ফেরত চেয়ে ঝাঁপির বাবার উপর হামলা চালায় পাওনাদারেরা। বাবাকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়ায় ঝাঁপি। কথা দেয় দু'বছরের মধ্যে সবার পাওনা টাকা ফেরত দিয়ে দেবে সে। খালি হয়ে যায় গমগমে বিয়েবাড়ি এই ঘটনার পর। ফাঁকা মণ্ডপে ঝাঁপির পাশে এসে বসে দীপ। জিজ্ঞেস করে এত বর দায়িত্ব যে সে নিল তা কীভাবে পালন করবে? কীভাবে এত টাকা ফেরাবে সে। উত্তরে ঝাঁপি বলে আমি নিজে ব্যাঙ্ক খুলব। হয়তো প্রাইভেট ব্যাঙ্ক খোলার আভাসই দিয়েছে এই ধারাবাহিকের চরিত্র ঝাঁপি।
এই ধারাবাহিকের হাত ধরে বহুদিন পর আবার ছোটপর্দায় ফিরছেন শ্রীপর্ণা রায়। যদিও এবার নায়িকা নন, পার্শ্বচরিত্রে দেখা যাবে তাঁকে। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অদিতি চট্টোপাধ্যায়ও।
