নিজস্ব সংবাদদাতা: আরজি কর কাণ্ড নিয়ে তোলপাড়া গোটা দেশ। প্রতিবাদে সরব টলিউডের একাংশ। এরই মধ্যে ঝাড়গ্রামে হাতি মৃত্যুর ঘটনা নিয়ে উত্তাল হয়ে উঠেছে সমাজমাধ্যম। ঘটনাটির তীব্র নিন্দা করেছেন মিমি চক্রবর্তী, তথাগত মুখোপাধ্যায়, শ্রীলেখা মিত্ররা। ক্ষোভ উগড়ে পোস্ট করেছেন তাঁরা।
পশুদের উপর যে কোনও অত্যাচারের নিয়ে বরাবরই সরব হয়েছেন তথাগত। ঝাড়গ্রামের হাতি মৃত্যুর নৃশংস ঘটনা নিয়েও ক্ষুব্ধ তিনি। কীভাবে সুপ্রিম কোর্টের নিষিদ্ধ করা হুলা পার্টি-কে ব্যবহার করে অন্তঃসত্ত্বা হাতিকে হত্যা করা হল? প্রশ্ন তুলেছেন অভিনেতা-পরিচালক। ঘটনাটি নিয়ে একটি ভিডিওর সঙ্গে পোস্টে তথাগত লেখেন, “আগুনে পুড়ে যন্ত্রণা পেতে পেতে হাতিটির মৃত্যু হয়েছে। আপনারা বুঝতে পারছেন যন্ত্রণাটা! তার সাথে একটি শিশু হাতি ছিল, সে আগুন দেখে আর হাতিটির ছটফটানি আর চিৎকার শুনে লুকিয়ে যায় ভয়ে। হাতিটি জ্বলতে থাকে!”
অভিনেত্রী মিমি চক্রবর্তী তাঁর এক্স হ্যান্ডেলে গাছপালার মধ্যে পড়ে থাকা হাতির ছবি শেয়ার করেন। প্রাক্তন সাংসদ লিখেছেন, “নির্লজ! হুলা পার্টির একটি দল তাকে আগুনে পোড়া মাশাল এবং ধারালো লোহার রড দিয়ে মেরে হত্যা করেছে। এর দায় কে নেবে? মানুষ হিসেবে এবং সমাজ হিসেবে আমরা ব্যর্থ। আর কত?”
গোটা ঘটনায় মর্মাহত অভিনেত্রী শ্রীলেখা মিত্রও। ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে তিনি বলেন, “আমরা বোধহয় সত্যিই ধ্বংসের পথে এগোচ্ছি। আর এসব দেখতে পারি না। এত হিংসা, এত আক্রমণ এই অবলাদের প্রতি…তার পর আপনারা মানুষকে মনোহর বলবেন? মনোহর তো মানুষের অনেক উর্ধ্বে।”
জানা গেছে, গত বৃহস্পতিবার ঝাড়গ্রাম শহরে ঢুকে পড়ে পাঁচ হাতির এক দল। হাতির হামলায় এক ব্যক্তির মৃত্যুও হয়। বিষয়টি সামাল দিতে হুলা পার্টির ডাক পড়ে। অভিযোগ, সেই হুলা পার্টির সদস্যদের জ্বলন্ত রডের আঘাতে এক হাতি গুরুতর জখম হয়। পরে তার মৃত্যু হয়। আর এই ঘটনা নিয়েই নিন্দায় সরব হয়েছেন টলি তারকারা।
