সংবাদসংস্থা মুম্বই: ফের শোকের ছায়া বিনোদন জগতে। মৃত্যুর কোলে ঢলে পড়লেন জনপ্রিয় টেলিভিশন তারকা। সোমবার প্রয়াত হলেন জনপ্রিয় টেলিভিশন অভিনেতার। ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন ধরেই চলছিল লড়াই, এবার হার মানতে হল। মাত্র ৩৭ বছরেই মৃত্যু হল বিভু রাঘব। 'নিশা অউর উসকে কাজিনস' ধারাবাহিকের মাধ্যমে দর্শক মহলে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। এছাড়াও 'সাবধান ইন্ডিয়া'তেও দেখা গিয়েছিল তাঁকে।
চতুর্থ স্টেজের কোলন ক্যানসারের সঙ্গে বহুদিন ধরেই চলছিল তাঁর লড়াই। কিন্তু শেষরক্ষা হল না। ২ জুন মুম্বইতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। কয়েকদিন ধরেই গুরুতর অসুস্থ ছিলেন তিনি। তাই মুম্বইয়ের নানাবতী হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। সেখানেই মারা যান অভিনেতা।
অদ্বৈত মালিক সমাজমাধ্যমে শোকবার্তা জানিয়ে লেখেন, 'সবথেকে পবিত্র প্রাণ, শক্তি ও ইতিবাচকতার প্রতীক ছিল বিভু। তাঁর হাসি যে কোনও ঘরকে আলোকিত করতে পারত, আর তাঁর উপস্থিতি সবকিছুকে আরও ভাল করে তুলেছিল। এমন এক ভালবাসার সম্পদ তিনি রেখে গিয়েছেন, যা কখনও ম্লান হবে না। তাঁর অভাব গভীরভাবে সবসময় অনুভূত হবে'।
বিভু রাঘবের আসল নাম বৈভব কুমার সিং রাঘবে। ২০২২ সালে তাঁর কোলন ক্যানসার ধরা পড়ে। তাঁর নিকট দুই বন্ধু অদ্বৈত মালিক ও সৌম্য টন্ডন সমাজমাধ্যমে তাঁর মৃত্যুর খবর জানান সবার আগে। অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে।
