নিজস্ব সংবাদদাতা: এক সময় ধারাবাহিকের পরিচিত মুখ ছিলেন অভিনেত্রী টুম্পা ঘোষ। 'বিধির বিধান', 'রাগে অনুরাগে', 'রাঙিয়ে দিয়ে যাও', 'নিশির ডাক', 'ত্রিশূল'-এর মতো একাধিক মেগায় নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। দর্শকের থেকে টুম্পা কুড়িয়েছেন দারুণ ভালবাসা।‌

 

 

বেশ কিছুদিন ধরেই ছোটপর্দা থেকে দূরে রয়েছেন তিনি। এর মাঝে অভিনয় করেছিলেন ওটিটি প্ল্যাটফর্ম 'ক্লিক'-এর সাপ্তাহিক সিরিজ 'বাড়ুজ্জে ফ্যামিলি'-তে। এবার টুম্পা ফিরলেন ধারাবাহিকে। তবে নায়িকা নন। ক্যামিও চরিত্রে দেখা যাবে তাঁকে। 

 


স্টার জলসা জনপ্রিয় ধারাবাহিক ধারাবাহিকে ‘গীতা এলএলবি’-তে তাঁকে দেখা যাবে। নিজেও সেই সুখবর জানিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি সামনে এসেছে 'গীতা'র নতুন প্রোমো। যেখানে দেখা যাচ্ছে, বিয়ের মণ্ডপে থেকে পালাচ্ছেন টুম্পা। তাঁকে তাড়া করছে বেশকিছু গুন্ডা। ঠিক সেই সময় টুম্পার পাশে এসে দাঁড়ায় 'গীতা'। অ্যাকশনে বাজিমাত করে সে। বোঝাই যাচ্ছে, গল্পে শুরু হতে চলেছে নতুন মোড়। যেখানে টুম্পার চরিত্রকে বিপদের হাত থেকে উদ্ধার করবে 'গীতা'। যদিও এই প্রোমো সামনে আসতেই নায়িকা থেকে টুম্পাকে পার্শ্ব চরিত্রে দেখে অনেকেই হতাশ হয়েছেন।