সম্প্রতি, মুক্তি পেয়েছে ম্যাডক ফিল্মসের 'হরর ইউনিভার্স' ফ্র্যাঞ্চাইজির বহুল প্রতীক্ষিত হরর কমেডি ছবি ‘থামা’র ট্রেলার। ছবিতে প্রধান চরিত্রে আছেন আয়ুষ্মান খুরানা, রশ্মিকা মন্দান্না ও নওয়াজউদ্দিন সিদ্দিকি। গুরুত্বপূর্ণ এক ভূমিকায় রয়েছেন পরেশ রাওয়াল। আগামী ২১ অক্টোবর, দীপাবলি উৎসবের আবহে বড়পর্দায় হাজির হবে এই ছবি।

‘থামা’ পরিচালনা করেছেন আদিত্য সরপোতদার (যিনি আগে পরিচালনা করেছিলেন মুঞ্জ্যা), আর চিত্রনাট্য রচনা লিখেছেন নিরেন ভাট, সুরেশ ম্যাথিউ এবং অরুণ ফালারা। প্রযোজনা করেছেন ম্যাডক ফিল্মসের দীনেশ ভিজান ও 'স্ত্রী' ছবির পরিচালক অমর কৌশিক।
এই হরর কমেডি ছবির প্রধান খলনায়ক হিসেবে দেখা যাবে হলেন নওয়াজউদ্দিনকে। তাঁর চরিত্রের নাম 'যক্ষসান', যিনি রক্তচোষাদের অর্থাৎ ভ্যাম্পায়ারের এক প্রাচীন সম্প্রদায় 'বেতাল'-এর অন্তর্ভুক্ত। মূলত, মানবজাতিকে রক্ষা করাই ছিল এই সম্প্রদায়ের মূল কাজ। কিন্তু যক্ষসানের নেতৃত্বে বেতালরা রীতিমতো বিদ্রোহী হয়ে মানুষ মেরে তাদের রক্ত খেতে শুরু করে!
কীভাবে 'অলোক' (আয়ুষ্মান খুরানা) যক্ষসান ও তাড়কা নামের আরও এক মহিলা ভ্যাম্পায়ারের সঙ্গে মুখোমুখি হয় এবং সেই মহিলা ভ্যাম্পায়ারের প্রেমে পড়ে— সেই ব্যাপারটাকেই কেন্দ্র করে এগিয়েছে 'থামা'র গল্প। অলোকের বাবার ভূমিকায় দেখা যাবে পরেশ রাওয়ালকে ও মায়ের চরিত্রে দেখা যাবে গীতা আগরওয়াল শর্মাকে।
প্রসঙ্গত, একদিন হঠাৎই অলোক আবিষ্কার করে সে সাধারণ কোনও মানুষ নয়,একজন রক্তচোষা!এরপর আলোক কীভাবে নতুন ভ্যাম্পায়ার হিসেবে নিজেকে মানিয়ে নেবে, পরিবার সামলাবে এবং যক্ষসানের সঙ্গে লড়াই করবে—তাই 'থামা'র মূল গল্প।
এছাড়াও ট্রেলারে নজর কেড়েছে আমি সুমন ঘুরানো অভিনীত একটি মজার মুহূর্ত “এবার আমি কী করব? আমার জীবন, আমার স্বপ্ন সব শেষ। রাজমা-চাল কীভাবে খাব?”— ঠোঁটের দু'পাশে দু'টি তীক্ষ্ণ শ্বদন্ত বের হওয়া আর হৃদস্পন্দনের আওয়াজ না পেয়ে কষ্টে হতবাক আলোকের দৃশ্য এইমুহুর্তে ভাইরাল সমাজমাধ্যমে।
আয়ুষ্মান খুরানা 'থামা'কে তাঁর 'কেরিয়ারের সবচেয়ে বড় ছবি' বলে অভিহিত করেছেন। অভিনেতার কথায়, “আমার জন্য, দীপাবলি মানে একসঙ্গে থাকা, পরিবার আর বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করা। আমি বড্ড সিনেমাপ্রেমী। প্রতি বছর দীপাবলিতে পরিবার নিয়ে প্রেক্ষাগৃহে যাবই। আমরা মজা করি আর মানুষের ভিড় দেখে আরও আনন্দ পাই। তাই 'থামা'র মতো বড় স্কেলের ছবিতে সুযোগ পাওয়া সত্যিই অসাধারণ অনুভূতি। এই ছবিই যদি কারও জন্য উৎসবের আনন্দের কারণ হয়, তাহলে সত্যিই তা হবে স্বপ্নের মত।”
প্রসঙ্গত, 'থামা'র ট্রেলারে দেখা গিয়েছে 'ভেড়িয়া'রূপী বরুণ ধাওয়ানকে, যিনি ম্যাডক হরর কমেডি ইউনিভার্সে অতিপরিচিত। দর্শক দেখতে পাবেন এলভিস করিম প্রভাকর চরিত্রটিকেও, যে ভূমিকায় অভিনয় করেছেন 'বাহুবলী' ছবিখ্যাত 'কটপ্পা'খ্যাত অভিনেতা সত্যরাজ, যিনি 'মুঞ্জ্যা' ছবিতেও হাজির হয়েছিলেন।
আছেন অভিনেতা ফয়জল খান, যিনি দর্শকের কাছে সুপরিচিত 'পঞ্চায়েত' সিরিজের 'প্রহ্লাদ চা' চরিত্রে, তাঁরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে 'থামা'তে।
