হইচই-এর সিরিজ 'ইন্দুবালা ভাতের হোটেল'-এর মাধ্যমে প্রথম দর্শক মহলে পরিচিতি গড়ে ওঠে অভিনেত্রী পারিজাত চৌধুরীর। এরপর ছোটপর্দায় 'মিত্তির বাড়ি'র 'জোনাকি' হয়ে দারুণ প্রশংসিত হন। তথাগত মুখোপাধ্যায়ের ছবি 'রাস'-এও নজর কেড়েছেন পারিজাত। চলতি বছর ফিল্ম ফেস্টিভ্যালের জন্য মনোনয়ন পেয়েছে তাঁর আরও একটি ছবি।
শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প 'বাঘু মান্নার বরাত' নিয়ে ছবি তৈরি করেছেন পরিচালক রাজা চন্দ।ছবি নাম 'হালুম'। বীরভূমের পল্লিজীবন নিয়ে তৈরি এই ছবিতে 'বাঘু মান্না'র চরিত্রে দেখা যাবে সত্যম ভট্টাচার্যকে। তাঁর বিপরীতে 'ময়না'র চরিত্রে অভিনয় করেছেন পারিজাত চৌধুরী। ছবিতে রয়েছেন সুদীপ্তা চক্রবর্তী, চন্দন সেন, পিয়ান সরকার, সায়ন ঘোষ প্রমুখ। প্রযোজনায় রিষচা ফিল্মস।

ছবির চিত্রনাট্য লিখেছেন অধ্যাপক ভাস্কর চৌধুরী। সম্পর্কে তিনি পারিজাতের বাবা। ছবিতে 'যতীন উকিল' হিসেবে চন্দন সেন এবং 'লীলাময়ী'র চরিত্রে সুদীপ্তাকে দেখা যাবে। পরিচালকের স্ত্রী পিয়ান অভিনয় করছেন 'সুবলা'র চরিত্রে প্রযোজনায় হৃষচা ফিল্মস। শান্তিনিকেতনে হয়েছে ছবির শুটিং।
আরও পড়ুন: 'প্রফেসর' স্বস্তিকার প্রেমে পড়বেন অর্ণব! কেমন জমবে জুটির অনস্ক্রিন রোম্যান্স?
ছবিতে প্রথমবার জুটি হিসেবে দেখা যাবে সত্যম ও পারিজাতকে। 'হালুম'-এর শুটিং হয়েছে প্রায় বছর দুয়েক আগে। নায়িকা হিসেবে বড়পর্দায় এটাই প্রথম কাজ পারিজাতের। ছবির নিয়ে নস্টালজিক পারিজাত। আজকাল ডট ইন-কে অভিনেত্রী বলেন, "তখন তো বেশ ছোট ছিলাম, একটু ভয়, একটু আনন্দ মিশিয়ে দারুণ ছিল অভিজ্ঞতা। পিয়ানদি আমাদের ফ্যামিলি ফ্রেন্ড। সেই সূত্রে রাজাদা বাড়ির জামাই। একদিন রাজাদা বাড়িতে এসে বাবার সঙ্গে এই ছবি ও চিত্রনাট্য নিয়ে আলোচনা করেন। তারপর একদিন আমায় ফোন করে জিজ্ঞেসা করেন ময়নার চরিত্রটা পছন্দ কিনা। আমি চিত্রনাট্য পড়ে জানাই খুব পছন্দ। ছোট ছিলাম তো সরাসরি জিজ্ঞাসা করি, আমায় তুমি নেবে এই চরিত্রে? রাজাদা হ্যাঁ বলতেই সেকি আনন্দ।"
পারিজাতের কথায়, "একবার রাজাদা বলেছিলেন, চরিত্রের আন্দাজে আমার গায়ের রঙটা একটু কালো হলে ভাল হত। আমি তো সঙ্গে সঙ্গে ভাবি কী করব এবার! দুপুরে রোদে গায়ে তেল মেখে বসে থাকতাম, রঙ পোড়ানোর জন্য। মা বারবার বারণ করেছিলেন, বলেছিলেন পুরী ঘুরে আসতে, সমুদ্রের গেলে ট্যান পড়ে যাবে। কিন্তু হাতে বেশি সময় ছিল না, তাই ওভাবেই রোজ তেল মেখে রোদে বসতাম। এরপর করতে করতে রীতিমতো জ্বর চলে আসে। রাজাদা জানতে পেরে খুব বকুনি দিয়েছিলেন।"
পারিজাত আরও বলেন, "তখন ওয়ার্কশপে রোজ শাড়ি পরে যেতাম। আসলে গ্রামের মেয়ে সাজার প্রস্তুতি নিচ্ছিলাম আর কী। সব মিলিয়ে ময়নার চরিত্রে আমায় নতুনভাবে চিনবেন দর্শক, এটুকু বলতে পারি।"
