টলিপাড়ার পরিচিত মুখ অভিনেত্রী রুকমা রায়। ছোটপর্দায় 'কিরণমালা' ধারাবাহিকের মাধ্যমে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন অভিনেত্রী। এরপর একে একে ধারাবাহিক থেকে সিরিজের দুনিয়ায় নিজের নাম প্রতিষ্ঠিত করেছেন রুকমা। বরাবরই তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে দর্শক মহলে। যদিও বেশ কিছুদিন অভিনয় জগৎ থেকে একটু দূরে ছিলেন অভিনেত্রী। ফিরেছেন জি বাংলাসোনার-এর ধারাবাহিক 'এসআইটি বেঙ্গল'-এর হাত ধরে।
এই ধারাবাহিকে রুকমার চরিত্রের নাম 'রোমি ডিসুজা'। চরিত্রটি যেমন সাহসী, তেমনই আত্মনির্ভর। ছোটপর্দায় ফিরেই আবারও রোজের শুটিংয়ের চাপ শুরু হয়েছে নায়িকার। তাই পুজোর সময় কয়েকদিন টানা ছুটি পেতেই থাইল্যান্ডে পাড়ি দিয়েছিলেন তিনি। সেখানে দারুণ মুহূর্তের সাক্ষী হলেও এক ভয়াবহ অভিজ্ঞতাও হয়েছে রুকমার।
ক্র্যাবির রেলওয়ে বিচে ঘুরতে গিয়ে ভয়ঙ্কর দুর্যোগের কবলে পড়েন অভিনেত্রী। বোটে উঠতেই উত্তাল হয় সমুদ্র! এক ভয়াবহ মুহূর্তের সাক্ষী হন রুকমা। অভিনেত্রী সম্প্রতি, সমাজমাধ্যমে সেই দুর্যোগের মুহূর্ত তুলে ধরেন। কীভাবে এই পরিস্থিতি থেকে রক্ষা পেয়েছিলেন তিনি? আজকাল ডট ইন-কে রুকমা বলেন, "ছুটি কাটাতে থাইল্যান্ডে গিয়েছিলাম। ওয়েদার খুবই ভাল ছিল। এরপর যখন ক্র্যাবিতে আসি তখনও ঠিকঠাক ওয়েদার ছিল। সমুদ্রের বোট একটু এগোতেই হঠাৎই খুব হাওয়া দিতে শুরু করে, ঝড় ওঠে। সেই ঝড়ের দাপট থেকে সত্যিই খুব ভয় পেয়ে গিয়েছিলাম।"
