নিজস্ব সংবাদদাতা: সব সময়ই স্পষ্ট কথা বলতে পছন্দ করেন টলিপাড়ার পরিচিত মুখ অভিনেত্রী শ্রুতি দাস। সাম্প্রতিক সময়কে কেন্দ্র করে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। টলিউডের অন্দরেও বড়পর্দা, ছোটপর্দার পরিচালকদের নিয়ে সরব হচ্ছেন একাধিক তারকা। এবার টলিউডের দিকে শ্রুতিও আঙুল তুললেন?
যেকোন ক্ষেত্রেই নারী সুরক্ষা এখন একটা প্রশ্নের মুখে। সম্প্রতি টলিউডের প্রথম সারির এক পরিচালকের নামে ফের হেনস্থার অভিযোগ এনেছেন এক অভিনেত্রী। এই ঘটনার জন্য মহিলা কমিশনের দ্বারস্থ হয়েছেন টলিউডের ওই অভিনেত্রী। বর্তমানে কাজের জায়গায় মহিলাদের নানা ভাবে হেনস্থা হতে হচ্ছে একাধিকবার। তবে শুধু কাজের জায়গা বললে ভুল হয়, ঘরে বাইরে সর্বত্রই হেনস্থার শিকার হতে হচ্ছে নারী পুরুষ উভয়কেই তবে বিশেষ করে নারীদের।
বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে নারীদের সঙ্গেই দুর্ব্যবহার কতটা লজ্জার? শ্রুতি বলেছেন, "লজ্জা মানে, বেঁচে থাকতে ইচ্ছে করছে না, এরপর যদি আত্মহত্যার সংখ্যা বেড়ে যায়, এর দায় কে নেবে? আমাদের পরিবার ছেড়ে কথা বলবে না। আসলে নারীদের উপর অত্যাচার ক্রমশ বেড়েই চলেছে। গ্রাম হোক বা শহর যে কোনও প্রান্তে সুরক্ষিত নন নারীরা। টলিউডেও সকলের অজান্তে এমন ঘটনাই ঘটে চলেছে দিনের পর দিন। আসলে কাজে টিকে থাকার জন্য মানিয়ে নিতে হয় অনেককেই, তবে সেই সময় বদলাচ্ছে। যত বড় পরিচালকই হেক না কেন, তাঁদের বিরুদ্ধে আওয়াজ তুলছেন অভিনেতা, অভিনেত্রী সহ একাধিক কলাকুশলীরা। তবে এই অশান্ত পরিবেশ দুশ্চিন্তার কারণ হয়ে উঠছে প্রত্যেকের জন্যই। এতকিছুর পর এই সময় কি বদলাবে? মহিলারা কর্মক্ষেত্রে কাজ করতে পারবেন?" সেই প্রশ্নের উত্তর খুঁজে চলেছেন শ্রুতি দাসও।
