'ভিডিও বৌমা' ধারাবাহিকের হাত ধরে প্রথমবার জুটি বেঁধেছেন আরিয়ান ভৌমিক ও রিখিয়া রায়চৌধুরী। গল্পে তাঁরা 'আকাশ' ও 'মাটি'। দু'জনেই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। আকাশ-মাটির জীবনধারা একেবারে আলাদা‌। তবুও গল্পের মোড়ে এক হয়ে যায় তাদের রাস্তা। শুরু থেকেই এই মেগা জায়গা করে নিয়েছে দর্শক মহলে। গল্পের নিত্যনতুন মোড় দারুণ পছন্দ করছেন দর্শক। 

 


গল্পে হঠাৎই আকাশ ও মাটির বিয়ে হয়েছে। আকাশ যদিও বিয়েতে বিশ্বাস করে না। ফলোয়ার বাড়ানোর তাগিদে মাটিকে বিয়ে করে আকাশ। কিন্তু গল্পের মোড়ে এখন কাছাকাছি এসেছে আকাশ-মাটি। তবে বহুবার বিভিন্ন রকমারি পর্বের জন্য কটাক্ষের মুখে পড়েছে এই মেগা।

 


নাগ-নাগিনীদেরও গল্প উঠে আসছে এই মেগায়। তবে যাই হোক না কেন, দর্শকের চোখে জনপ্রিয়তায় রয়েছে এই মেগা। তাই 'ভিডিও বৌমা'র প্রতিটি পর্বের নিত্যনতুন চমকে বেশ মনোরঞ্জন করছে এই ধারাবাহিক। তাই প্রতি সপ্তাহে সান বাংলার টিআরপি-তেও বেশ ভালই ফল করছে এই ধারাবাহিক।

 


গল্পের মোড়ে দেখা যাবে আকাশ-মাটি হানিমুনে গিয়েছে। মধুচন্দ্রিমা দারুণভাবে উপভোগ করছে তারা। খুনসুটিতেও মাতছে দু'জন‌। এসব ধরা পড়ল ধারাবাহিকের নতুন প্রোমোতে। প্রোমোতে দেখা যাচ্ছে হানিমুনে গিয়ে আরও কাছাকাছি এসেছে আকাশ ও মাটি। কিন্তু বিপদ তাদের পিছু ছাড়ে না। হানিমুনে এসেও তাদের মোটেই শান্তি নেই। পিছু পিছু বিপদ এসে হাজির। 


এবারও রিমের চক্রান্তে বিপদে পড়ে আকাশ ও মাটি। দু'জন নির্জনে সময় কাটাতে যায়। আর ঠিক তখনই মাটির মুখে রুমাল চাপা দিয়ে একদল লোক তাকে তুলে নিয়ে যায়। আকাশ চেষ্টা করেও মাটিকে উদ্ধার করতে পারে না। কারা কিডন্যাপ করল মাটিকে? ভাবতে থাকে আকাশ। এদিকে, রিম চক্রান্ত করে মাটিকে মেরে ফেলার চেষ্টা করে। এবার কী হবে? আকাশ কি মাটিকে রক্ষা করতে পারবে এই বিপদের হাত থেকে? এর উত্তর জানতে হলে নজর রাখতে হবে ধারাবাহিকের আগামী পর্বে। 

 

আরও পড়ুন: বিয়ের মাত্র ২১ দিনের মাথায় সংসার ভাঙছে এই জুটির! কপাল পুড়ল টলিপাড়ার কোন দম্পতির? 

 

কিছুদিন আগে ধারাবাহিকের নতুন মোড়ে তাদের দেখা যায় বেহুলা ও লখিন্দরের বেশে। বেহুলা-লখিন্দর সেজে কী করছিল আকাশ মাটি? আসলে মনসা দেবীকে তুষ্ট করতেই এই কাজ করছিল তারা। দেবীর আরাধনা করে পরিবারের উপর থেকে মনসার দৃষ্টি সরানোর জন্যই এমনটা পরিকল্পনা করে আকাশ ও মাটির। 

 

 

আসলে কয়েকদিন আগে মনসা পুজোর আয়োজন করেছে আকাশের পরিবার। মাটি ওই পুজোয় মনসা পালায় অভিনয় করে। আর সেটা নিজের ভ্লগে লাইভ করে আকাশ। কিন্তু এর মধ্যেই ঘটে এক চরম বিপদ। মাটিকে মনসা সাজতে দেখে চটে লাল রিম। সে জানায়, শিবের পুজো হয় তাদের বাড়িতে‌। সেই বাড়িতে কিছুতেই মনসার পুজো হতে পারে না। এরপর পুজোর ডালাও ছুঁড়ে ফেলে দেয় রিম। 

 


ব্যস! এই ঘটনায় রেগে আগুন দেবী মনসা। এই চরিত্রে ধারাবাহিকে দেখা যাচ্ছে অভিনেত্রী চাঁদনী সাহাকে। তিনি রেগে গিয়ে সবকিছু ধ্বংস করে দেওয়ার জন্য উঠেপড়ে লাগেন।‌ তবে আকাশ ও মাটির আরাধনায় তুষ্ট হন দেবী। তাই তাদের পরিবারের উপর থেকে অভিশাপ তুলে নেন। কিন্তু এই বিপদ থেকে বাঁচলেও ফের নতুন বিপদের মুখে আকাশ-মাটি। গল্পের টুইস্টে কী হয়, এখন সেটাই দেখার।