নিজস্ব সংবাদদাতা: প্রসেনজিৎ-ঋতুপর্ণার জুটিকে নিয়ে 'অযোগ্য'র পর আবারও নতুন ছবির পরিকল্পনায় পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। শুধু পরিকল্পনাই নয়, রেকি পর্ব ইতিমধ্যেই শুরু করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। 

 

 

সূত্রের খবর, এবার আর পারিবারিক গল্প বা প্রেমের নতুন সংজ্ঞা নয়। রহস্যময় থ্রিলার নিয়ে আসছেন তিনি। নতুন এই ছবিতে প্রথমবার জুটি হিসাবে দেখা যেতে চলেছে উজান গঙ্গোপাধ্যায় ও সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়কে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকতে পারেন আবির চট্টোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্য। উত্তরবঙ্গে চলবে শুটিং। 

 

 

প্রেম থেকে সোজা থ্রিলার? আজকাল ডট ইন-কে নতুন এই ছবি নিয়ে কৌশিক গঙ্গোপাধ্যায় জানান, নতুন ছবির পরিকল্পনা চলছে। চিত্রনাট্যের কাজ এখনও শুরু হয়নি। কিন্তু পরিকল্পনার শুরুতেই রেকি করেন তিনি। তাই সদ্য রেকি সেরে ফিরেছেন। তবে উজান ও সুরঙ্গনার জুটিকে এবার বড়পর্দায় দেখার বিষয় অস্বীকার করেছেন পরিচালক।

 

 

নিজের পরিচালিত ছবিতে অনেকসময় নিজেই অভিনয় করেন কৌশিক গঙ্গোপাধ্যায়। নতুন এই ছবিতেও তেমনটাই দেখা যাবে কিনা তার যদিও এখনও জানা যায়নি।