নিজস্ব সংবাদদাতা: স্টার জলসার 'চিরসখা' টিআরপিতে প্রতি সপ্তাহে দারুণ ফল করছে। গল্পের মোড়ে কমলিনী ও স্বতন্ত্রর জীবনের নানা মোড় উঠে আসে। ধারাবাহিকে দু'জনকে একসঙ্গে দেখার অপেক্ষায় দর্শক। কিন্তু অনুরাগীদের আশা পূরণ হওয়ার আগেই গল্পে হাজির কমলিনীর স্বামী চন্দ্র।
এত বছর পর ফিরে নতুন করে সংসার করতে চায় সে। কিন্তু কমলিনী তা চায় না। নিজের হাতে এতদিন সব সামলেছে সে, তাই এখন হঠাৎ সবকিছু বদলে ফেলে নিজের লড়াইকে ছোট করতে চায় না সে। এদিকে, নতুন ঠাকুরপোকেও পাশে চায় সে। কিন্তু মুখ ফুটে সে কথা বলতে পারে না। এদিকে, কমলিনীর সাজানো সংসারে হাজির তার সতীন ও সতীনের মেয়ে। অর্থাৎ চন্দ্রের দ্বিতীয় স্ত্রী ও সন্তান। সব মিলিয়ে এখন বেজায় মুশকিলে পরিবারের সবাই।
কমলিনীর জীবন থেকে অশান্তি আর যায় না। এবার শাশুড়ির গয়না চুরির অপবাদ এসে পড়ল কমলিনীর উপর। বাড়িতে পুলিশ পর্যন্ত আসে। কমলিনীর উপর চুরির দায় চাপাতে চায় কেউ। কিন্তু কে করছে এমন ষড়যন্ত্র? তা যদিও এখনও পর্যন্ত জানতে পারেনি কমলিনী। এদিকে, কমলিনীর ঘর থেকেই তার শাশুড়ির গয়নার বাক্স পাওয়া যায়। তাই চোর বদনাম দিয়ে পুলিশ গ্রেফতার করতে যায় তাকে। ঠিক সেই সময় স্বতন্ত্র এসে হাজির হয়। এই অপবাদের পরে কমলিনীর পাশে কি দাঁড়াবে সে?
