প্রতি সপ্তাহেই টিআরপিতে নজরকাড়া ফল করে স্টার জলসার ধারাবাহিক 'পরশুরাম'। কয়েক সপ্তাহ ধরে 'রাণী ভবানী'র জন্য প্রথম স্থান হাতছাড়া হচ্ছিল এই মেগার। তবে এই সপ্তাহে আবারও নিজের হারানো জায়গা ফিরে পেয়েছে 'পরশুরাম'। ৭.১ পেয়ে প্রথম স্থানে ছিল এই ধারাবাহিক। গল্পের নিত্য নতুন মোড়ে দর্শকের মনোযোগ আকর্ষণ করতে জুরি মেলা ভার এই মেগার।
এক সাধারণ ছাপোষা বাঙালির আড়ালে যে একজন ইন্টেলিজনস এজেন্ট লুকিয়ে রয়েছে তা কেউ জানে না। হাতে বাজারের ব্যাগ থাকলেও তার সঙ্গে থাকে আগ্নেয়াস্ত্র। গোপনে সে অপরাধীদের শাস্তি দেয়। অপরাধীদের মুখোশ খুলে দেয় পরশুরাম, আজকের নায়ক।
পরিবারের কথা ভেবে কাউকে সে নিজের আসল পরিচয় জানতে দেয় না। একমাত্র তার ছেলে লাট্টু জানে বাবার আসল পরিচয়। তার চোখে বাবা-ই 'রিয়েল হিরো'। স্ত্রী তটিনী ও মেয়ে পিকুকে পরশুরাম আগলে রাখে। তবে বিপদ যেন কিছুতেই পিছু ছাড়ে না তাদের। এবার তটনীর অতীতকে ঘিরে এক ভয়ঙ্কর সত্যির মুখোমুখি হতে চলেছে পরশুরাম।

সম্প্রতি, মুক্তি পেয়েছে ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, তটিনী কর্ণ চ্যাটার্জিকে বলছে যে, তার সঙ্গে অতীতের অনেক বোঝাপড়া বাকি আছে। কর্ণ এই কথা শুনে অবাক হয়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, কেউ একজন গুলি করায় তটিনী জলে ঝাঁপ দিচ্ছে। কিন্তু কেন? কী এমন করেছে সে? তবে পরশুরামের মতোই কি তারও কোনও গোপন পরিচয় রয়েছে?
আরও পড়ুন: প্রতারণার অভিযোগ! আর চাপা রইল না গোপন সত্যি, গোবিন্দার বিরুদ্ধে বিচ্ছেদের মামলা দায়ের সুনীতার?
 
 অন্যদিকে, পরশুরামের হঠাৎই গুলি লাগে বুকে। আসলে এটা কর্ণ চ্যাটার্জিরই চক্রান্ত। ভাড়াটে গুণ্ডা দিয়ে পরশুরামকে সে গুলি করে। তবে প্রাণে বেঁচে যায় সে। হাসপাতালেও কিছুদিন ভর্তি থাকে। কিন্তু ছেলে লাট্টুর স্কুলে আবারও হামলা হওয়ার খবর পেয়ে আর চুপ করে থাকতে পারে না পরশুরাম। সে অসুস্থ অবস্থায় তড়িঘড়ি ছেলের স্কুলের সামনে পৌঁছয়। দুষ্কৃতীদের উপযুক্ত শাস্তিও দেয় সে। দু'দিক দিয়েই এখন পরশুরাম বিপদে। একদিকে তার আত্মপরিচয় সবার সামনে চলে আসার ভয়। অন্যদিকে, স্ত্রী তটিনীর অতীত! 
আরও পড়ুন: ‘ধূমকেতু’ মুক্তি পেয়ে সুপারহিট! পর্দার বাইরে কীসে বুঁদ দেব-শুভশ্রী, কাছাকাছি আসার মুহূর্ত ফাঁস
এর আগেও পরশুরামের বারবার মনে হয়েছে যে তটিনী তার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছে। তবে স্ত্রীকে সে অন্ধের মতো ভরসা করে বলেই সাহস করে সত্যিটা জানতে চায়নি। কিন্তু তটিনীর অতীতের সঙ্গে কীভাবে জড়িয়ে তাদের শত্রু কর্ণ চ্যাটার্জি? সেই উত্তরের অপেক্ষায় দর্শক।
এই গল্পের একঘেয়ে ভাব না থাকার জন্য দর্শক মহলে শুরু থেকেই জায়গা পাকা করেছে। পরশুরামের জীবনযুদ্ধ থেকে শুরু করে তার দুই ছেলেমেয়ে লাট্টু ও পিকুর দুষ্টুমি, দর্শক দেখতে দারুণ পছন্দ করেন। তাই প্রতি সপ্তাহে টিআরপিতে নিজের জায়গা দখল করে এই ধারাবাহিক।
