নিজস্ব সংবাদদাতা: বারবার স্টার জলসার 'অনুরাগের ছোঁয়া' শেষের খবর আসছে। কিন্তু যতবারই এই খবর আসে, ঠিক ততবার নতুন মোড়ে বদলে যায় ধারাবাহিকের গল্প। এবারও ঠিক তাই হল।
গল্প এগিয়েছে বেশকিছু বছর। বড় হয়ে গিয়েছে সোনা-রূপা। দুর্ঘটনায় চলার ক্ষমতা হারিয়েছে সূর্য। তাই এখন হুইলচেয়ারই ভরসা তার। এদিকে, নিজের রেস্তোরাঁ নিয়ে বেজায় ব্যস্ত দীপা। গল্পের মোড়ে হারিয়ে যাওয়া রূপাকে ফিরিয়ে আনে রূপা। পরিবারের সবাই এক হলেও পুরনো ছন্দে ফেরে না সেনগুপ্ত বাড়ি।
এদিকে, বাড়িতে লাবণ্য সেনগুপ্ত হয়ে হাজির জয়ের অবৈধ সন্তান। একরত্তির পরিচয় জানতে মরিয়া বাড়ির সবাই। কিন্তু মুখে কুলুপ এঁটেছে জয়। এদিকে, দাদা সূর্যকে লাবণ্যর আসল পরিচয় জানাতে গেলে আড়াল থেকে সব শুনে নেয় উর্মি। সত্যিটা জানতে পেরে নিজেকে শেষ করে দেওয়ার কথাও বলে সে। কোনও মতে উর্মিকে সামলায় জয়।
এদিকে, অন্য কাণ্ড ঘটে পরিবারে। সূর্য-দীপার ২০ বছরের বিবাহবার্ষিকীতে আনন্দে মেতে ওঠে দুই মেয়ে সোনা-রূপা। সেদিন মনের মানুষ কৃষ্ণর সঙ্গে বাবা-মাকে পরিচয় করিয়ে দেয় রূপা। কিন্তু হঠাৎই সোনা এসে দীপাকে বলে, সে কৃষ্ণকে খুব ভালবাসে। মেয়ের মুখে এই কথা শুনে অবাক হয় দীপা। ফের ত্রিকোণ প্রেমে জড়াল সোনা-রূপা? কে নিজের ভালবাসাকে ত্যাগ করবে বোনের জন্য?
