নিজস্ব সংবাদদাতা: টিআরপি তালিকায় নিজেদের জায়গা ধরে রাখতে ওস্তাদ ফুলকি-রোহিত। দর্শকের থেকে দারুণ ভালবাসা পায় তাদের জুটি। তাদের দুষ্টু-মিষ্টি রসায়ন দেখে যেন চোখ ফেরাতে পারেন না দর্শক। আর সেই ছবি প্রতি সপ্তাহে ফুটে ওঠে টিআরপি তালিকায়।
এদিকে, একটু একটু করে কাছাকাছি আসছে ফুলকি-রোহিত। রোহিতের প্রতি ফুলকির ভালবাসা প্রকাশ পেলেও এখনও পর্যন্ত নিজের মনের কথা ফুলকিকে বলতে পারেনি রোহিত। কিন্তু মনে মনে সে যে ফুলকির ভালবাসায় সাড়া দিচ্ছে তা বুঝতেই পারছে। গল্পে আসছে একের পর এক টুইস্ট।
দুর্গা পুজোর শুরুতেই রুদ্রকে মারার ছক কষে অন্য একজন। কে সে? রুদ্রর সঙ্গে কোন পুরনো শত্রুতার প্রতিশোধ নিতে আসছে সে? উত্তর এতদিন ছিল অজানা। কিন্তু ইতিমধ্যেই মিশমির চরিত্রটিকে দেখা যাচ্ছে গল্পে। তাঁর চরিত্রেই লুকিয়ে রয়েছে এক অন্য গল্প। তবে কি সেই রুদ্রকে মারতে চাইছে? এই নিয়ে দ্বন্দ্ব চলছিল দর্শকের মধ্যে। কিন্তু এবার সব উত্তর মেলার পালা।
সম্প্রতি, চ্যানেলের তরফে প্রকাশ্যে এসেছে 'ফুলকি'র নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে কালী পুজোর রাতেই মুখোশ খুলবে রুদ্রর। কালী পুজোয় ঢাক বাজাতে দেখা যায় ফুলকিকে। অন্যদিকে আরতি করতে করতে নিজের মনের সব ইচ্ছে দেবীকে পূর্ণ করতে বলে রুদ্র। কিন্তু দেবী মূর্তির আড়াল থেকে বেরিয়ে আসে ঝিনুক! তাকে দেখে চমকে যায় রুদ্র। ফুলকি, ঝিনুককে সামনে এনে জানায়, রুদ্র তাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অপহরণ করেছিল। সবার সামনে রুদ্রকে চড় মারে ঝিনুক। কী হবে এরপর? উত্তর মিলবে টানটান উত্তেজনাপূর্ণ ধারাবাহিকের আগামী পর্বে।
