সংবাদসংস্থা মুম্বই: কলকাতা তাঁর বড় প্রিয় শহর। উষা উথুপ মানেই কপালে 'ক' লেখা টিপ। কলকাতার প্রতি ভালবাসা থেকেই নামের আদ্যাক্ষর লেখা টিপ পরেন তিনি। শুধু তাই নয়, উষার গাওয়া 'কলকাতা কলকাতা' আজও সুপারহিট। পার্কস্ট্রিটের ট্রিঙ্কাস ক্লাবে গায়িকা হিসেবে কেরিয়ার শুরু করেন। কিন্তু শুরুতেই জনপ্রিয়তা পাননি। পেরোতে হয়েছে বহু চড়াই উতরাই।
সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে গায়িকা তাঁর কেরিয়ারের শুরুর দিকে নানা কথা তুলে ধরেছেন। উষা বলেন, "নাইট ক্লাবে গায়িকারা যেমন সাজ পোশাক ব্যবহার করেন, আমার তেমনটা ছিল না। সাহস করে গাইতে উঠলাম স্টেজে। প্রথমে দর্শক, শ্রোতারা আমায় সন্দেহের চোখে দেখতে শুরু করেন। আমি বুঝতে পেরে একটু অস্বস্তিতে পড়ে যাই। কিন্তু তারপর মনে জোর এনে গান শুরু করি। গানের শুরুতেই আমার সুরে একপ্রকার মন্ত্রমুগ্ধ হয়ে যান সবাই। গানের তালে নেচে ওঠেন। সেদিন থেকে বুঝতে পারি, চেহারা আর সাজ পোশাক কোনওদিন শিল্পীকে আটকে রাখতে পারেনা।"
কলকাতার নাইট ক্লাবে গান গাওয়া থেকে আজ পদ্মভূষণ সম্মান প্রাপ্ত গায়িকা। এই যাত্রাপথ একেবারেই সহজ ছিল না উষার জন্য। কিন্তু জীবনের কঠিন সময় থেকে শুরু করে সুমধুর মুহূর্তে পাশে পেয়েছিলেন চাকো জানি উথুপকে। ভালবেসে বিয়ে করেছিলেন দু'জন। কিন্তু ভাগ্য সহায় হল না গায়িকার। গত জুলাই মাসে চিরতরে হারালেন চাকোকে। মানসিক স্বাস্থ্য তখন থেকেই খারাপ হয়ে পড়েছিল উষার। কিন্তু এখন ধীরে ধীরে নিজেকে সামলে আবারও স্বাভাবিক জীবনে ফিরেছেন তিনি।
