নিজস্ব সংবাদদাতা: বিল্পবী অনন্ত সিং-এর বায়োপিক নিয়ে আসছেন পরিচালক পথিকৃৎ বসু। ছবির নাম 'কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত'। ছবিতে মুখ্য চরিত্র অনন্ত সিং-এর ভূমিকায় দেখা যাবে জিৎকে। এই খবর শুনে মুম্বইয়ে বসেই প্রতিক্রিয়া জানালেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। তাঁর চোখে ইতিহাসের নায়ক অনন্ত সিং, খুব কাছের মানুষ 'অনন্তদা'।
আজকাল ডট ইন-কে বিশ্বজিৎ চট্টোপাধ্যায় জানান, তাঁর চোখে তিনি বিল্পবী কিংবা ডাকাত তো নয়ই, তিনি এক প্রযোজক। বর্ষীয়ান অভিনেতার কথায়, "জিৎ যে ওঁকে পর্দায় ফুটিয়ে তুলবে, এই খবর শোনা মাত্র আমি খুব খুশি হয়েছি। আমার চোখে অনন্ত সিং একজন প্রখ্যাত প্রযোজক। কারণ, আমি ওঁকে এভাবেই চিনেছি। একবার আমার তৎকালীন ম্যানেজার এসে জানলেন একজন প্রযোজক আমায় ও সন্ধ্যা রায়কে নিয়ে ছবি করতে চান। তাই আমার সঙ্গে দেখা করবেন।"
তাঁর কথায়, "এরপর দেখলাম একজন সাদা ফুলহাতা শার্ট পরে ঘরে ঢুকলেন। চোখেমুখে দীপ্তি যেন ফেটে পড়ছে। আলাপ হতেই বললেন তিনি অনন্ত সিং। আমি তো সঙ্গে সঙ্গে পায়ে হাত দিয়ে প্রণাম করলাম। ভাবতেই পারছিলাম না, যাঁর কথা ইতিহাসে পড়েছি, যিনি রণক্ষেত্রের সৈনিক, তিনিই আজ আমার সামনে দাঁড়িয়ে!"
বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের আরও বলেন, "ডঃ নীহাররঞ্জন গুপ্তের লেখা 'ধূপছায়া' গল্পটির স্বত্ব কিনেছিলেন তিনি। চিত্ত বসুকে পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল। আমি ও সন্ধ্যা রায় মুখ্য চরিত্রে। ছবির শুটিংয়ে অনন্তদার সঙ্গে অনেক গল্প করতাম। কীভাবে ঐতিহাসিক জয় হল, সেই নিয়ে অনেক কথা হতো।"
তিনি বলেন, "আমার কাছে ওঁর জায়গাটা খুব স্পেশাল। অনন্তদার মতো পেশাদার প্রযোজক খুব কম দেখেছি। তাই ওঁর জীবনী নিয়ে যখন বাংলা ছবি তৈরি হচ্ছে, তখন আমি দেখবই।"
