নিজস্ব সংবাদদাতা: ফের গুরুতর অসুস্থ বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। আর্থিক অনটনের মধ্যে দিন কাটাচ্ছেন তিনি। সমাজ মাধ্যমে পোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ মানুষের কাছে আর্থিক সাহায্যের অনুরোধ করলেন ভাস্বর চট্টোপাধ্যায়।
অভিনেতা লিখেছেন, "আবার অসুস্থ,কাজ করতে পারছেন না। তার মধ্যে বাড়িতে পড়ে গিয়ে পাঁজরের হাড় ভেঙেছে। নিদারুণ কষ্টে দিন কাটছে তাঁর। প্রতিবারের মত স্নেহাশীষ চক্রবর্তীদা আপ্রাণ সাহায্য করছেন। এছাড়াও সবার কাছে অ্যাপিল করছি যদি আপনারা আর্থিক সাহায্য কিছু পাঠান তাহলে ওঁর খুব সুবিধে হয়। এবং আমি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ জানাচ্ছি তিনি যদি কোনওভাবে সাহায্য করতে পারেন। " সঙ্গে সাহায্যের অর্থ পাঠানোর জন্য বাসন্তী চট্টোপাধ্যায়ের ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বরও দিয়েছেন ভাস্বর।
দীর্ঘদিন ধরে নানা রোগে জর্জরিত বর্ষীয়ান অভিনেত্রী। তাই নিয়েই ছোটপর্দায় কাজ করে চলেছেন তিনি। পরিবারে অনেকে থাকলেও উত্তর কলকাতার বাড়িতে একা থাকেন বাসন্তী চট্টোপাধ্যায়।
এর আগেও মারণ রোগের সঙ্গে যুদ্ধ করে জয়ী হয়েছেন বাসন্তী চট্টোপাধ্যায়। ১০ মাস আগে অত্যন্ত অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তবে সেসময় সুস্থ হয়ে বাড়ি ফেরেন। এরপর স্টার জলসার 'গীতা এল এল বি' ধারাবাহিকে শুটিং শুরু করেন। কিন্তু এরই মধ্যে আচমকা অসুস্থ হয়ে পড়লেন অভিনেত্রী। সঙ্গে বাড়িতে পড়ে গিয়ে গুরুতর আহতও হয়েছেন তিনি। এবারও তাঁর সুস্থ হয়ে কাজে ফেরার অপেক্ষা করছেন সকলে।
