সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?

বিনা পারিশ্রমিকে 'মহারাজা' হলেন বিজয়

নিথিলান স্বামীনাথন পরিচালিত 'মহারাজা'র জন্য কোনও পারিশ্রমিক নেননি অভিনেতা বিজয় সেতুপতি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, "ছবিটি আমার কাছে এক বিশেষ মুহূর্তের সমান। এইরকম একটি কাজ আমার কেরিয়ারে স্মরনীয় হয়ে থেকে যাবে। ছবির কিছু সিনে সত্যিই চোখের জল আটকে রাখতে পারিনি। তাই গ্লিসারিন ছাড়াই শটটা দিতে পেরেছিলাম। সেই জন্য পারিশ্রমিকের কথা চিন্তা করিনি।"

বক্স অফিসে কত নম্বরে অজয়-তাবু?

নীরজ পাণ্ডে পরিচালিত 'অউরো মে কহাঁ দম থা' ছবিতে মিউজিক্যাল জার্নির সঙ্গী হয়েছেন অজয় দেবগণ ও তাবু। মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ২ কোটির ব্যবসা করেছে ছবিটি। শুরুর দিন থেকেই দর্শকের থেকে দারুণ প্রতিক্রিয়া পাচ্ছে এই ছবি। বড়পর্দায় আরও একবার অজয়-তাবুর রোম্যান্স নজর কেড়েছে অনুরাগীদের।

বিচ্ছেদ প্রসঙ্গে সরব অর্জুন

অভিনেতা অর্জুন রামপাল সম্প্রতি মুম্বই সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকারে প্রেম, বিয়ে এবং বিচ্ছেদ প্রসঙ্গে তাঁর চিন্তাধারা ভাগ করে নেন। তাঁর কথায়, "অল্প সময়ের মধ্যেই তাড়াহুড়ো করে প্রেম এবং বিয়েই বিচ্ছেদের মূল কারণ। বর্তমানে নিজের সঙ্গীকে সহজেই ঠকাচ্ছেন মানুষ। ভাল থাকতে গেলে একজন সঙ্গীই যথেষ্ট। একজনের প্রতি নিজের সবটুকু ভালবাসা উজাড় করে দিলে পরিবর্তে ভালবাসা ফেরত পাওয়া যায় বলে আমার বিশ্বাস।"

অটো টিউন নিয়ে মুখ খুললেন সুনিধি

গায়িকা সুনিধি চৌহান সম্প্রতি মুম্বই সংবাদ মাধ্যমের এক সাক্ষাৎকারে গানের জগতে অটো টিউন নিয়ে মুখ খুলেছেন। তাঁর কথায়,"আমি কখনও অটো টিউন ব্যবহার করিনি। কিন্তু আমাদের অনেক শিল্পী এটাকে খুব জরুরি মনে করেন। অথচ এই পদ্ধতি ব্যবহার করলে সব গান একইরকম মনে হয়। পার্থক্য থাকে না কোনও।সেটা একজন শিল্পীর ক্ষেত্রে খুবই অস্বস্তিকর বলে আমি মনে করি।"