নিজস্ব সংবাদদাতা: জি বাংলার 'কোন গোপনে মন ভেসেছে' ধারাবাহিকে 'অহনা' চরিত্রে রোশনি ভট্টাচার্যের পরিবর্তে এখন থেকে দেখা যাবে অভিনেত্রী মানসী সেনগুপ্তকে। হঠাৎ কেন ধারাবাহিক থেকে সরে এলেন রোশনি? সেই কথা জানালেন অভিনেত্রী নিজেই।
অনিকেত এবং শ্যামলীর জীবনে তৃতীয় ব্যক্তি হিসাবে ধারাবাহিকে প্রবেশ করেন অহনা অর্থাৎ রোশনি ভট্টাচার্য। অনিকেতের প্রাক্তন প্রেমিকা সে। অহনার উপস্থিতিতে আরও জমে ওঠে ধারাবাহিকের গল্প। তবে ধীরে ধীরে অন্য ট্র্যাক দেখানো হয় ধারাবাহিকে। বেশ কিছুদিন অহনাকে দেখেন না গেলেও আবার ধারাবাহিকে ফিরলো সে।
এবার থেকে এই চরিত্রে আর দেখা যাবে না রোশনিকে। অহনার চরিত্রে দর্শক দেখছেন মানসী সেনগুপ্তকে। তবে হঠাৎ কেন এই ধারাবাহিক থেকে সরে এলেন রোশনি? এই বিষয়ে রোশনির সঙ্গে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আমি নতুন ধারাবাহিকে কাজ করা শুরু করেছি, সান বাংলার 'আকাশ কুসুম'-এ বেশ গুরুত্বপূর্ণ একটা চরিত্রে এই মুহূর্তে দেখানো হচ্ছে আমায়। সেই কারণে দুটি ধারাবাহিকের শুটিং ডেট নিয়ে সমস্যা হচ্ছিল। দূরত্বও অনেকটাই। সেই কারণে আপাতত একটা ধারাবাহিকেই অভিনয় করছি। তবে খুব শীঘ্রই সম্ভবত নতুন কাজের খবর দিতে পারব।"
ইতিমধ্যেই অহনা চরিত্রে রোশনিকে দেখতে না পেয়ে মন খারাপ দর্শকের। যদিও অহনাকে একেবারে পছন্দ না করলেও এই চরিত্রে রোশনি দর্শকের নজর কেড়েছিলেন। তবে 'আকাশ কুসুম'-এর নতুন চরিত্র নিয়ে আশাবাদী রোশনি।
