মহিলাদের একদিনের বিশ্বকাপে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একাধিক রেকর্ড গড়লেন ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানা। রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মহিলা ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে ৬৬ বলে দুরন্ত ৮০ রানের ইনিংস খেলে তিনি একাধিক রেকর্ড নিজের দখলে নিলেন।
2
6
রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে স্মৃতি শুরু থেকেই ছিলেন আক্রমণাত্মক মেজাজে। তাঁর ব্যাট থেকে আসে ৯টি চার ও ৩টি ছক্কা। প্রতীকা রাওয়ালের সঙ্গে ১৫৫ রানের জুটি গড়েন মান্ধানা।
3
6
২৯ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার হয়ে গেলেন এক ক্যালেন্ডার ইয়ারে ১০০০ বা তার বেশি রান করা প্রথম মহিলা ক্রিকেটার। এদিনের আগে মান্ধানার প্রয়োজন ছিল মাত্র ১৮ রান ১০০০ রান স্পর্শ করতে। অষ্টম ওভারে তিনি সেই কৃতিত্ব অর্জন করেন।
4
6
অস্ট্রেলিয়ার বাঁহাতি স্পিনার সোফি মোলিনিউক্সকে পরপর চার, ছক্কা ও চার হাঁকান এক ওভারে ১৬ রান নিয়ে। এই ইনিংসের মাধ্যমে স্মৃতি অস্ট্রেলিয়ার কিংবদন্তি বেলিন্ডা ক্লার্কের (৯৭০ রান, ১৯৯৭) দীর্ঘদিনের রেকর্ড ভাঙলেন।
5
6
পাশাপাশি তিনি পূর্ণ করলেন মহিলাদের একদিনের ক্রিকেটে ৫০০০ রান। যা তিনি করেছেন মাত্র ১১২ ইনিংসে এবং ৫,৫৬৯ বলে। ভারতের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজের পর স্মৃতি হলেন দ্বিতীয় ভারতীয় মহিলা ক্রিকেটার, যিনি ৫,০০০ রান অতিক্রম করেছেন ওয়ানডে ফরম্যাটে।
6
6
বিশ্বকাপের প্রথম তিনটি ম্যাচে (৮, ২৩, ২৩) তাঁর ব্যাট খুব একটা কথা বলেনি। কিন্তু রবিবার মেগা ম্যাচে নিজের প্রিয় প্রতিপক্ষের বিরুদ্ধে স্মৃতি ফিরলেন তাঁর পুরনো ছন্দে। মাঠের চারদিক জুড়ে মারলেন শট, দারুণ টাইমিং ও নিখুঁত ড্রাইভে অস্ট্রেলিয়ান বোলারদের অসহায় করে তুললেন।