স্ত্রী দোকানে গেলেই মাংসের দামে ছাড় দেন কসাই। অথচ যুবক গেলে, একটা টাকাও কম নেন না। কারণ কী? স্ত্রীকে পছন্দ করেন কসাই! গোপনে প্রেমের সম্পর্ক রয়েছে? সন্দেহ গাঢ় হতেই চরম পদক্ষেপ করল স্বামী।
2
7
কসাইয়ের সঙ্গে স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে, এই সন্দেহ থেকেই ভয়ঙ্কর কাণ্ড ঘটাল স্বামী। ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে পরপর কুপিয়ে খুনের চেষ্টা করল সে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন তরুণী। প্রাণে বেঁচে গেলেও ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানিয়েছেন পুলিশকে।
3
7
সন্দেহের বশে স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগে অভিযুক্ত তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের তরফে অভিযুক্ত তরুণকে কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। তখনই আপত্তি জানান তরুণের স্ত্রী।
4
7
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে চীনে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত তরুণের নাম জ়োউ। স্ত্রী জাওয়ের সঙ্গে দীর্ঘ কয়েক বছর সংসার করছেন। সুখের সংসারে আচমকা ঝড় ওঠে বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে সন্দেহের বশে।
5
7
পাড়ার কসাইয়ের সঙ্গে স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে বলেই সন্দেহ হয়েছিল তার। মাংস কিনতে গেলেই, মাংসের দামে প্রচুর ছাড় দিতেন কসাই। অথচ সে গেলে, কোনও ছাড় পেত না। কসাইয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হয়।
6
7
ক্লরমেই দাম্পত্য কলহ চরম পর্যায়ে পৌঁছয়। সেই সময়েই রাগের মাথায় স্ত্রীকে ছুরি দিয়ে কোপাতে শুরু করে স্বামী। রক্তাক্ত অবস্থায় জাওকে হাসপাতালে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়। গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে যান তিনি। অন্যদিকে জোউকে গ্রেপ্তার করে পুলিশ।
7
7
এরপর আদালত অভিযুক্ত তরুণকে ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয়। তাতেই আপত্তি জানিয়ে স্ত্রী বলেন, সংসারে একমাত্র রোজগেরে জ়োউ। কখনও জাওয়ের সঙ্গে দুর্ব্যবহার করেননি। পুত্র এবং নাতির কথা ভেবে বিষয়টি মিটমাট করে নিতে চান। ক্ষমা করে দিয়েছেন স্বামীকে।