আজকাল ওয়েবডেস্ক: অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ঠিক সামনেই ছিল লোহার দরজা। ওই দরজা পেরিয়েই মূল অনুষ্ঠানের সামনে যেতে পারবেন সাধারণ মানুষ। যাতায়াত চলছিলও লোহার গেট পেরিয়ে। শুরুর দিকে ঠিক থাকলেও, চোখের সামনেই মুহূর্তে বদলে গেল পরিস্থিতি। মানুষজন যাতায়াত করার মাঝেই আচমকা ভেঙে পড়ল ওই লোহার গেট।
ঘটনাস্থল ওড়িশার কটক। ওই লোহার গেট ভেঙে পড়ার ঘটনায় জখম অন্তত ৩০জন। যাদের মধ্যে রয়েছে শিশু। রয়েছেন মহিলাও। শেষ পাওয়া খবর অনুযায়ী, ৩০ জনের মধ্যে বেশ কয়েকজন গুরুতর আহত। হাসপাতালে চিকিৎসা চলছে অনেকের।
কটকের সালেপুরে ওই দুর্ঘটনা ঘটে শনিবার রাতে। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, সেখানে একটি পালা গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ওই অনুষ্ঠান দেখতেই সেখানে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। তার মাঝেই ঘটে ভয়াবহ বিপত্তি। আচমকা প্রবেশ পথের লোহার গেট ভেঙে পড়ে হুড়মুড়িয়ে। সঙ্গে সঙ্গেই হাহাকার চিৎকার চতুর্দিকে। উপস্থিত স্বেচ্ছাসেবকদের সঙ্গে হাত মিলিয়ে উদ্ধারকার্য চালায় পুলিশ।
যাতায়াত করছিলেন মানুষজন, মুহূর্তে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল লোহার গেট, চোখের সামনে চিৎকার-হাহাকার আহতদের সালেপুর হাসপাতালে চিকিৎসা চলছে। ছয়জন গুরুতর আহত, তাঁদের এসসিবি মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
