আজকাল ওয়েবডেস্ক: সকালে হাঁটাচলা করতে করতে হঠাৎ পচা দুর্গন্ধ টের পেলেন গ্রামবাসীরা। কোথা থেকে আসছে? খুঁজতে খুঁজতে পৌঁছে গেছেন কুয়োর ধারে। কুয়োয় ঝুঁকি দিয়ে দৃশ্য দেখতেই আঁতকে উঠলেন তাঁরা। কুয়োয় ভাসছে মুণ্ডু কাটা দেহ! হাড়হিম দৃশ্য দেখেই ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা গ্রামে। অবশেষে খুনের রহস্যের কিনারা পেল পুলিশ। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সুলতানপুরে। কোতওয়ালি দেহাত পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার গ্রামবাসীদের থেকে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কুয়ো থেকে মুণ্ডু কাটা দেহটি উদ্ধার করা হয় প্রথমে। এরপর ডুবুরি নামিয়ে ৬ ঘণ্টা চেষ্টা চালিয়ে কাটা মুণ্ডুটিও উদ্ধার করা হয়। এরপর ময়না তদন্তে পাঠায় পুলিশ। 

 

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম, বিনোদ মিশ্র। ৪০ বছর বয়সি যুবক একমাস আগে নিখোঁজ হয়েছিলেন। অগ্রেসর গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। পাশের সিওন গ্রামের কুয়ো থেকে একমাস পর তাঁর মুণ্ডু কাটা দেহ উদ্ধার করা হল। ২৯ সেপ্টেম্বর বাড়ির বাইরে রাতেরবেলায় একবার বেরিয়েছিলেন। তারপর থেকে বিনোদের খোঁজ পায়নি পরিবার। থানায় জানালেও মেলেনি হদিশ। অবশেষে পাশের গ্রাম থেকে মুণ্ডু কাটা দেহ পাওয়া গেল। 

 

মৃত যুবকের পরিবার পুলিশকে জানিয়েছে, বিনোদকে খুন করে, দেহ ও মুণ্ডু আলাদা করে কুয়োয় ফেলে দেওয়া হয়। কে বা কারা খুনে জড়িত, তা তদন্ত করছে পুলিশ। ইতিমধ্যেই একটি মামলা রুজু করেছে পুলিশ।