আজকাল ওয়েবডেস্ক: সন্তানদের মঙ্গল কামনায় পুকুরে স্নান করতে গিয়েছিলেন মায়েরা। সন্তানদের নিয়ে স্নানে নেমেই ঘটল বড় বিপত্তি। মায়েদের সঙ্গে স্নানে নেমে পুকুরে তলিয়ে গেল পরপর আটজন নাবালক। ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে বিহারে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার ঘটনাটি ঘটেছে বিহারের ঔরঙ্গবাদ জেলার দুটি ভিন্ন গ্রামে। জিতিয়া ব্রত পালনে মেতেছিলেন গ্রামের বধূরা। এই ব্রত সন্তানদের মঙ্গল কামনায় পালন করেন মায়েরা। সেই ব্রত পালন করার পর পুকুরে ডুবে দেন তাঁরা। কুশাহা ও ইতাহাট গ্রামে দুর্ঘটনাগুলো ঘটেছে।
পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে সাতজন নাবালিকা ও একজন নাবালক ছিল। ঘটনাগুলো জিতিয়া ব্রত পালনের সময়েই ঘটেছে। মা এবং পরিবারের সদস্যদের সঙ্গেই পুকুরে স্নান করতে নেমেছিল সকলে। মায়েদের সঙ্গেই ছিলেন তারা। আচমকা ভিড়ের মধ্যে জলের তোড়ে এক একটি গ্রামে চারজন করে ডুবে যায়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল।
দুটি ভিন্ন গ্রামের মোট আটজন নাবালককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আটজনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনায় শোকপ্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। মৃত নাবালকদের পরিবার পিছু চার লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি।
